কলকাতা: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'হাঙড়' আক্রমণের  (Mamata Banerjee) পাল্টা  জবাব ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique)। পঞ্চায়েত নির্বাচনে 'হাঙড়' গন্ডগোল পাকিয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেন মমতা। তাহলে কি ভাঙড়বাসী 'হাঙড়'! পাল্টা মন্তব্য ছুড়ে দিলেন নৌশাদ। ভাঙড়বাসীর অপমান তিনি কোনও ভাবেই বরদাস্ত করবেন না বলেও জানান তিনি।


পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে গত শুক্রবার প্রতিক্রিয়া জানান মমতা। তাতে বলেন, "৭০ হাজার বাংলা পুলিশ ছিল। দিল্লির পুলিশ ছিল ৮০ হাজার। ৭১ হাজার বুথে ভোট হল, তিনটে জায়গায় গোলমাল হল। একটা ভাঙড়, ওই হাঙড়রা গন্ডগোল করেছে।"


মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যে প্রতিক্রিয়া জানান নৌশাদ। বলেন, "ভাঙড়ে সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, আপনারা কি হাঙড়? কারণ ভাঙড়বাসীকে অপমান করলে, আমি তো মেনে নিতে পারি না।"

মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গণনার রাত পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় রক্তাক্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। খুন হয়েছেন ছয় জন। এই প্রেক্ষাপটেই, ২১-এ জুলাইয়ের মঞ্চ থেকে ভাঙড়ের অশান্তি নিয়ে ফের নাম না করে ISF-কে নিশানা করেন মমতা। ভাঙড়ে হাঙড়রা গন্ডগোল করেছে বলে মন্তব্য করেন। 

কিন্তু ভাঙড়ের হাঙড় কারা? তা নিয়ে প্রশ্ন তোলেন নৌশাদ। তাঁর বক্তব্য, "হ্যাঁ, শুনেছি উনি ভাঙড়ে হাঙড় আছে, এই ধরনের কথাবার্তা বলছেন। কাদেরকে হাঙড় বলছেন উনি? সেটা জানা দরকার।" সব দলের কাছে কি এই নিয়ে যাবেন তিনি? জবাবে নৌশাদ বলেন, "আমার সামনে যারা আসবে তাদের জিজ্ঞাসা করব।"


আরও পড়ুন: IAS Varun Baranwal: স্কুল জীবনে বাবার মৃত্যু, সাইকেল সারিয়ে প্রথম আয়! হার না মানা জেদের জোরেই এখন IAS

পঞ্চায়েত নির্বাচনের আগে, বিধানসভায় পাশাপাশি হাসি মুখে দেখা গেছিল ভাঙড়ের দুই চির প্রতিদ্বন্দ্বী নৌশাদ এবং সওকত মোল্লাকে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে অশান্ত হয়ে ওঠার জন্য একে অন্যের দিকে আঙুল তুলেছেন নৌশাদ এবং ভাঙড়ে দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের পর্যবেক্ষক সওকত।


নৌশাদের বক্তব্য, "সওকত সাহেব পর্যবেক্ষক করার পর থেকেই ভাঙড়ে অশান্তির সৃষ্টি করেছে। সওকত সাহেব বাইরে থেকে লোক- গুলি এনে ভাঙড়কে উত্তপ্ত করেছেন।" এর পাল্টা সওকত বলেন, "ওর তো লজ্জা থাকা উচিত। লজ্জা নেই। নৌশাদ হল দু'কান কাটা।" কিন্তু গণনার দিন যেভাবে ভাঙড়ে ৩জনের মৃত্যু হল, এর দায় কার? সওকতের জবাব, "ওখানে যে ৬ জন খুন হল, সম্পূর্ণ দায় নৌশাদ সিদ্দিকির। এর দায়ভার নিতে হবে। পরবর্তী কালে ঝামাকালি ঘষে ওকে হুগলিতে পাঠিয়ে দেব।"

ভোট পরবর্তী অশান্তির জেরে, এখনও ১৪৪ ধারা জারি রয়েছে ভাঙড়ে। এরই মধ্যে পুলিশি ধরপাকড়ের অভিযোগে, সোমবার কাটাডাঙায় বিক্ষোভ দেখান ISF সমর্থকরা। নির্বাচনী অশান্তি নিয়েও তরজা অব্যাহত এখনও।