মুন্না আগরওয়াল, উত্তর দিনাজপুর: উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিতে মাঝে মধ্য়েই বেসামাল পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেখানকার সাধারণ মানুষকে। প্রবল ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের। এমনকী জীবন সংশয়ও ঘটে। সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলায় বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষদের কীভাবে উদ্ধার করা যাবে, ও তাঁদের সাহায্য করা যাবে তা নিয়ে NDRF-এর ক্য়াম্প হয়ে গেল। সেখানে সিভিল ডিফেন্স সহ অন্যান্য বিভিন্ন সহায়কদের প্রশিক্ষণ দিল NDRF।

Continues below advertisement

দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসকের তত্ত্বাবধানে বালুরঘাটে শুক্রবার আত্রাই নদীর সদর ঘাটে একটি মকড্রিলের আয়োজন করা হয় এদিন। সেখানে প্রায় শতাধিক কর্মী এই  মকড্রিলের অংশগ্রহণ করেন। বন্যার সময় কেউ আটকে থাকলে তাকে কী করে উদ্ধার করা যাবে। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে কীভাবে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যাবে সে সব কিছুই বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে তুলে ধরা হয়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের নদীগুলি বেরিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। তাই সীমান্তবর্তী জেলাগুলির মানুষদের সুরক্ষা একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তাই প্রতিবছর এই জেলাগুলিতে মকড্রিলের আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে এই সমস্ত জেলাগুলির নদীগুলি নাব্যতা হারিয়ে ফেলেছে। বছরের নির্দিষ্ট কোনও সময়ে এই জেলাগুলিতে বন্যার আশঙ্কা থেকেই যায়। তাই এই সমস্ত জেলাগুলির মানুষদের বন্যার মত বড় দুর্ঘটনায় সুরক্ষা প্রদান করতেই এই উদ্যোগ করে জানা গেছে।

NDRF এর ডেপুটি কমান্ডার  সঞ্জয় কুমার রঞ্জন বলেছেন, ''দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের তত্ত্বাবধানে এই মকড্রিলের আয়োজন করা হয়। মূলত সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার নদীগুলি বাংলাদেশ থেকে বেরিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই নদীগুলি ইতিমধ্যেই নাব্যতা হারিয়েছে। তাই বন্যার আশঙ্কা থেকেই যায়। তাই বন্যার সময় এই অঞ্চলের ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আমাদের NDRF, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে আমরা এই মকড্রিলের আয়োজন করেছিলাম।'' তিনি আরও বলেন, ''এই ধরনের মকড্রিলের প্রতিবছর আমরা করে থাকি হঠাৎ করে যদি বিপদকালীন ঘটনা ঘটে যায় তাহলে আমরা তৎক্ষণাৎ তার উদ্ধারকার্যে নামতে পারি।''

Continues below advertisement

উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে প্রায়শই ভারী বৃষ্টি হয়। নদীর জল উপচে পড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় এখানে। যার ফলে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকাকে প্লাবিত করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।