সুকান্ত  মুখোপাধ্যায়: পুরনো বিবাদের জের। কালীপুজোর (Kali Puja) আগের রাতে পাঁচিল টপকে আবাসনে ঢুকে পুলিশ কর্মীর স্ত্রী-সহ দুই মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল মত্ত প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার (Baguiati Police Station) পুলিশ। অভিযোগ, মাঝেমধ্যেই ওই আবাসনে ঢুকে মত্ত অবস্থায় গালিগালাজ ও অভব্য আচরণ করেন প্রতিবেশী অলোক দাস। গতকাল আবাসিকদের তরফে বাগুইআটি থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। আবাসিকদের অভিযোগ, সেই রাগেই গতকাল রাতে পাঁচিল টপকে আবাসনে ঢুকে দুই মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করেন অভিযুক্ত। নিগৃহীতাদের একজন কলকাতা পুলিশের কনস্টেবলের স্ত্রী।


পুরনো বিবাদের জের, কালীপুজোর আগের রাতে পাঁচিল টপকে আবাসনে ঢুকে পুলিশ কর্মীর স্ত্রী-সহ দুই মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল মত্ত প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। 


প্রতিবেশী! আপদে বিপদে সবার আগে, যাঁর পাশে দাঁড়ানোর কথা। সেই প্রতিবেশীর বিরুদ্ধেই উঠল মহিলাদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাগুইআটির এই আবাসনের পাশেই অভিযুক্ত অলোককুমার দাসের বাড়ি। আবাসিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে, আবাসনে ঢুকে অশান্তি বাঁধাতেন তিনি। মাঝেমধ্যেই মত্ত অবস্থায় গালিগালাজ ও অভব্য আচরণ করতেন বলে অভিযোগ। 
 গতবছর, বাগুইআটি থানায় অভিযোগ জানান আবাসিকরা। পুলিশ এসে অভিযুক্তকে কড়া ভাষায় সতর্ক করে। আবাসিকদের দাবি, এরপরও বদলাননি অভিযুক্ত। এরইমধ্যে রবিবার অর্থাত্‍, কালীপুজোর আগের দিন সকালে ফের ওই ব্যক্তি মত্ত অবস্থায় অভব্য আচরণ করেন বলে অভিযোগ। বিকেলে বাগুইআটি থানায় ডেপুটেশন দেন আবাসিকরা।
এরপর পুলিশ এসে ফের একবার সতর্ক করে ওই আবাসিককে। রাতে ফের অশান্তি!


আবাসিকদের অভিযোগ, পাঁচিল টপকে আবাসনে ঢুকে ওই ব্যক্তি ২ মহিলাকে মারধর, শ্লীলতাহানি করেন। আক্রান্তদের মধ্যে একজন আবাসনেরই বাসিন্দা, এক পুলিশ কনস্টেবলের স্ত্রী। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 


বাড়ির সামনে মদের আসর: খাস কলকাতার বুকে দুষ্কৃতী তাণ্ডব। বাড়ির সামনে মদের আসর বসানোর অভিযোগ। তা নিয়ে প্রতিবাদ করায় পাটুলিতে দম্পতিকে মারধরের এবং খুনের হুমকির অভিযোগ উঠেছে।  


কী অভিযোগ: মদের আসর বসানোর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে। ইঁট মেরে দরজার কাচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে মূল অভিযুক্তকে। দম্পতির অভিযোগ, গতকাল বাড়ির সামনে বসে মদ্যপান করছিল অভিযুক্তরা। সেখানে কয়েকজন ব্যক্তি গালিগালাজ ও অভব্য আচরণ করছিলেন বলে অভিযোগ। সেই সময় তার প্রতিবাদ করেন গৃহকর্তা। তখনই অভিযুক্তরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। আক্রান্তের স্ত্রী প্রতিবাদ করলে তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। অভিযোগ করা এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয় বলে দাবি। পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।