কলকাতা: বড়দিন ছিল বৃষ্টিভেজা। তবে কেমন কাটতে চলেছে বর্ষবরণের রাত? জমিয়ে ঠান্ডা কি পড়বে? এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে মনে, সেই সময়ই আবহাওয়ার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বর্ষ শেষের আগে আবার হাওয়া বদল। উইকেন্ডে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার নামবে পারদ। বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ।
শনিবার আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষ শেষ বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে, গভীর নিম্নচাপ এখনো সুস্পষ্ট নিম্নচাপ রূপেই অবস্থান। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে আজ। খুব ধীরে এটি শক্তি হারাচ্ছে এবং অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিক। সুস্পষ্ট নিম্নচাপ রূপে সিস্টেমটি এটি অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আপাতত অবস্থান। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত।
আরও পড়ুন, রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বছরের শেষ উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হবে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলাতে। প্রভাব পড়তে পারবে আশেপাশের দুই একটি জেলাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ। চার জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে বছর শেষে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং-এ। হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে। হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায়। বছরের শেষ দুদিনে তাপমাত্রা অনেকটা নামতে পারে। অবাধ উত্তুরে হাওয়ায় হিমেল বর্ষবরণ। শীতের আমেজ অনেকটাই বাড়বে বর্ষ শেষ ও বর্ষবরণের দিনে। বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি তিন জেলাতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে