News Live : 'দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে চাই না', প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের !
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
প্রেক্ষাপট
কলকাতা: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ কলকাতা হাইকোর্টের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ED-র নজরে দমকলমন্ত্রীর পরিবার।দেশের ৪ শহরে ছিল ধারাবাহিক বিস্ফোরণের ছক। বাংলাদেশ থেকে বহু জঙ্গির অনুপ্রবেশ।সন্দেহভাজনদের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ...More
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মন্তব্যে তোলপাড়। এবার পার্থের বিরুদ্ধে মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 'ওনার বান্ধবী থাকলে সমস্যা নেই, অন্যের বান্ধবী থাকলেই সমস্যা? শোভন-বৈশাখীকে কোনওদিন কেউ ভাগ্নী-বোন বলে সম্বোধন করেনি। শোভন তার বান্ধবীর জন্য পদ-মন্ত্রীত্ব ছেড়েছে। দুর্নীতি করে বান্ধবীর বাড়িতে টাকা গয়না জমা রাখেনি। দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে চাই না', প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।
ফরিদাবাদ থেকে দিল্লি, ১ ঘণ্টার রাস্তা আসতে কেন লাগল ৭ ঘণ্টা? ৬ ঘণ্টা কোথায় কোথায় গিয়েছিল i20 গাড়িটি? ঘাবড়ে গিয়েই কি বিস্ফোরণ ঘটায় চিকিৎসক উমর উন নবি? প্রশ্নগুলো ভাবাচ্ছে তদন্তকারীদের। পাশাপাশি, স্ক্য়ানারে রয়েছে উমরের নামে নথিভুক্ত রহস্য়জনক লাল ইকো স্পোর্ট গাড়ি।
দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের আবহে জঙ্গি দমনে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা ও গুজরাত-সহ ৫ রাজ্যে অভিযান চালাচ্ছে NIA। গোয়েন্দা সূত্রে দাবি পাকিস্তানের মদতে বাংলাদেশের মাটি ব্যবহার করে পশ্চিমবঙ্গে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আল কায়দা। ২০২৩ সালে গ্রেফতার হওয়া ৪ বাংলাদেশির সঙ্গে আল-কায়দা যোগ মেলে। সূত্রের দাবি, এরকম আরও অনেকে এজেন্ট ধরে ভারতে ঢুকে এরাজ্য থেকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছে। তারপর গুজরাতের আমেদাবাদে চলে গেছে। সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে চালাচ্ছে জঙ্গি কার্যকলাপ।
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মন্তব্যে তোলপাড়। এবার পার্থের বিরুদ্ধে মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 'ওনার বান্ধবী থাকলে সমস্যা নেই, অন্যের বান্ধবী থাকলেই সমস্যা? শোভন-বৈশাখীকে কোনওদিন কেউ ভাগ্নী-বোন বলে সম্বোধন করেনি। শোভন তার বান্ধবীর জন্য পদ-মন্ত্রীত্ব ছেড়েছে। দুর্নীতি করে বান্ধবীর বাড়িতে টাকা গয়না জমা রাখেনি। দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে চাই না', প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ! এএনআই সূত্রে খবর।'ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিল ৮ জন। চারটি শহরে একই সময়ে বিস্ফোরণের পরিকল্পনা। ২ জন করে চারটি দলে ভাগ হয়ে বিস্ফোরণের ছক জঙ্গিদের। ওই চার শহরে রেকিও করেছিল জঙ্গিরা। প্রতিটি দলের কাছে একাধিক IED রাখারও পরিকল্পনা ছিল, খবর সূত্রের। ১০ নভেম্বর দিল্লি বিস্ফোরণকাণ্ড কি হিমশৈলের চূড়ামাত্র? ৬ ডিসেম্বর কি বড় মাপের কোনও হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের? উঠেছে প্রশ্ন।
স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার, কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতির ১০ দিনের পুলিশ হেফাজত
স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের দিন বিডিওর গাড়ির চালক রাজু ঢালি মোবাইলে ভিডিও তুলেছিলেন, আদালতে দাবি সরকারপক্ষের আইনজীবীর।
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মন্তব্যে তোলপাড়। এবার পার্থের বিরুদ্ধে মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 'ওনার বান্ধবী থাকলে সমস্যা নেই, অন্যের বান্ধবী থাকলেই সমস্যা? শোভন-বৈশাখীকে কোনওদিন কেউ ভাগ্নী-বোন বলে সম্বোধন করেনি। শোভন তার বান্ধবীর জন্য পদ-মন্ত্রীত্ব ছেড়েছে। দুর্নীতি করে বান্ধবীর বাড়িতে টাকা গয়না জমা রাখেনি। দুর্নীতিগ্রস্থ মানুষের আইডল হতে চাই না', প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।
দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ, এবার ব্রেজা গাড়ির হদিশ, ব্রেজা গাড়িটি শাহিনের নামে রেজিস্টার্ড, পরীক্ষা করছে জম্মু-কাশ্মীর পুলিশ, আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার ব্রেজা গাড়ি, লাল রঙের ইকো স্পোর্ট গাড়ি পরীক্ষা করে দেখল তদন্তকারী দল
বাংলাদেশ থেকে বহু জঙ্গির অনুপ্রবেশ। ভুয়ো নথিতে আধার-ভোটার কার্ড বানিয়ে নাগরিক সেজে জঙ্গি কাজ। পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে NIA অভিযান। বাজেয়াপ্ত নথি, বৈদ্যুতিন তথ্য-প্রমাণ
ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বম্ব স্কোয়াড, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ঢুকল হরিয়ানা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড লেখা গাড়ি
জইশ-ই-মহম্মদের ফরিদাবাদ-সাহারানপুর মডিউলের বিস্ফোরক তথ্য ফাঁস। বিশেষ এনক্রিপ্টেড মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে জৈশ হ্যান্ডলারদের সঙ্গে ধৃত চিকিৎসকদের যোগাযোগ । 'সেশন' নামে এনক্রিপ্টেড মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে যোগাযোগ
দিল্লি বিস্ফোরণকাণ্ডে ফের প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসক মুজাম্মিল শাকিল ও বিস্ফোরণের মাস্টারমাইন্ড উমর-উন-নবির ডায়েরির হদিশ
ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা বহু তথ্য। সঙ্কেত ডিকোড করলে আঁচ মিলতে পারে জঙ্গিদের গোপন পরিকল্পনার। ডায়েরিতে ৮ থেকে ১২ নভেম্বরের বিশেষ উল্লেখ, খবর সূত্রের
বাদ যেতে পারে ৪৭ লক্ষ মৃতের নাম। অনুমান কমিশনের। ডবল এন্ট্রির ১৩ লক্ষ নথি জমা শুভেনদুর। ডবল এন্ট্রিতে ভিনরাজ্যের ভোটারও পাল্টা তৃণমূল।
দিল্লি বিস্ফোরণকাণ্ডের আগের ফুটেজে চাঞ্চল্য। বিস্ফোরণের দিন দুপুরে সংসদ ভবনের ৩ কিলোমিটার দূরে কনট প্লেসে গাড়ি নিয়ে উমর। নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ কলকাতা হাইকোর্টের। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী পদক্ষেপ আদালতের।
এবার দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যাকে ED-র তলব। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, মন্ত্রীর পরিবারকে আগামী সপ্তাহে, সিজিও কমপ্লেক্সে ED দফতরে তলব করা হয়েছে বলে খবর। কয়েক দিন আগেই দমকলমন্ত্রীর অফিস, রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছিল ED। সেই তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রীর পরিবারের সদস্যদের ED-র তলব।
নজরদারি বাড়ল দিঘা জগন্নাথ মন্দিরেও। সেই সঙ্গে পর্যটন কেন্দ্র গুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি মন্দিরে প্রবেশের মেন গেটে ও ৬ নম্বর গেটে বসানো হয়েছে এক্সরে ব্যাগেজ স্ক্যানার। মেটাল ডিটেক্টর ও স্ক্যানার বসানো হয়েছে প্রত্যেকটি গেটে। দিঘা, মন্দারমনি, তাজপুর, শংকরপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র গুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র। জেলা জুড়ে চলছে পুলিশের নাকা চেকিং।