News Live : 'দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে চাই না', প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের !

News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস

Advertisement

ABP Ananda Last Updated: 13 Nov 2025 11:19 PM

প্রেক্ষাপট

কলকাতা: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ কলকাতা হাইকোর্টের।  পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ED-র নজরে দমকলমন্ত্রীর পরিবার।দেশের ৪ শহরে ছিল ধারাবাহিক বিস্ফোরণের ছক।  বাংলাদেশ থেকে বহু জঙ্গির অনুপ্রবেশ।সন্দেহভাজনদের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ...More

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মন্তব্যে তোলপাড়

পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মন্তব্যে তোলপাড়। এবার পার্থের বিরুদ্ধে মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 'ওনার বান্ধবী থাকলে সমস্যা নেই, অন্যের বান্ধবী থাকলেই সমস্যা? শোভন-বৈশাখীকে কোনওদিন কেউ ভাগ্নী-বোন বলে সম্বোধন করেনি। শোভন তার বান্ধবীর জন্য পদ-মন্ত্রীত্ব ছেড়েছে। দুর্নীতি করে বান্ধবীর বাড়িতে টাকা গয়না জমা রাখেনি। দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে চাই না', প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.