News Live : 'ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেওয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন..' ! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস

Advertisement

ABP Ananda Last Updated: 31 Oct 2025 12:02 AM

প্রেক্ষাপট

কলকাতা: পানিহাটি, দিনহাটার পর ইলামবাজার। আত্মঘাতী বৃদ্ধ। 'SIR আতঙ্কে' আত্মহত্যা। অভিযোগ পরিবারের। ২০০২-এর তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন। দাবি মেয়ের। প্রদীপ করের আত্মহত্যাকাণ্ডে নতুন মোড়। নিয়োগপত্র না নিলেই সাসপেন্ড।...More

TMC ON EC: নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে চক্রান্ত করে, সাইলেন্ট রিগিং থেকে চুপিচুপি ভোটে কারচুপির বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল। তাঁদের দাবি, ২০০২ সালের ভোটার তালিকার 'হার্ড কপি' আর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা তালিকার মধ্যে ফারাক রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কুণাল ঘোষের অভিযোগ জেলাশাসকদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.