News Live : SIR-এর পর প্রথম টেস্টে লেটার মার্কস NDA-র, বিহারের ফল ঘোষণার দিনই, বাংলার বিধানসভা ভোটের প্রস্তুতি নির্বাচন কমিশনের

News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস

Advertisement

ABP Ananda Last Updated: 14 Nov 2025 10:09 PM

প্রেক্ষাপট

কলকাতা:  বিহারে নীতীশ সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। তেজস্বী নামলেন তিন নম্বরে। চেনা উঠোন রাঘোপুরে পিছিয়ে লালুপুত্র।বিপুল জয়ের পর সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পাটনায় JDU, বিজেপি শিবিরে...More

Maithili Thakur : বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন বছর ২৫-র জনপ্রিয় মৈথিলী !

মৈথিলী ঠাকুর। গোটা দেশ তাঁকে সঙ্গীত শিল্পী হিসেবেই চেনে। গত কয়েক বছর ধরে, সোশ্যাল মিডিয়ায় যিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন । কীভাবে এত ছোট বয়সে এমন সুন্দর গান করেন ! গত জুন মাসে সবে ২৫-এ পা দিয়েছেন। এরপরেই জীবনে মোড়। আর কিছু মাস আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিহারের দ্বারভাঙা জেলার আলিগড় বিধানসভা কেন্দ্র থেকে এবার ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরেই বাকিটা ইতিহাস। বিজেপির আসনে আরজেডির হেভিওয়েট বিনোদ মিশ্রকে পরাজিত করে, বিপুল ভোটে জয় এনেছেন মৈথিলী ঠাকুর। প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে জয় এনেছেন তিনি।  বিহারের রাজনৈতিক ইতিহাসে তিনিই বোধহয় সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন ! 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.