News Live : বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বেড়েই চলেছে মৃতের সংখ্যা ! নিখোঁজ বহু, ফুঁসছে তিস্তা-বালাসন-সহ একাধিক নদী

News Live Updates: দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস

ABP Ananda Last Updated: 05 Oct 2025 11:45 PM

প্রেক্ষাপট

কলকাতা: পাহাড় সমতলে ভারী বৃষ্টি। বিপর্যস্ত উত্তরবঙ্গ। বহু রাস্তায় ধস। বাড়ছে মৃত্যু। বিপদসীমার উপরে তিস্তা। জলমগ্ন বহু এলাকা। ব্যাহত যোগাযোগ। বাতিল একাধিক ট্রেন। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দুর্যোগে একাধিক জনের মৃত্যু,...More

Dengue Death: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, মৃত সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা


ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, মৃত সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা। মৃতের নাম রূপসী জানা, বয়স ১৫ বছর। ব্রড স্ট্রিটে মেডিভিউ নার্সিংহোমে মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি NS1 পজিটিভের উল্লেখ। শরীরে রক্তক্ষরণের জেরে মৃত্যু, তিনদিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে