- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
News Live : অবশেষে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের, ৩ বছর ৩ মাস পর প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
প্রেক্ষাপট
কলকাতা: সন্ত্রাস ফিরল দিল্লিতে, লাল কেল্লার কাছে বিস্ফোরণ, একাধিক মৃত্যু, আহত ৩০। দুর্গাপুর ডাক্তারির ছাত্রীকে 'গণধর্ষণ', চার্জ গঠন করল আদালত। কাশ্মীর-ফরিদাবাদে অস্ত্র-হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধারের মধ্যেই দিল্লিতে বিস্ফোরণ। লাল...More
দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বৈঠকে দিল্লির পুলিশ কমিশনার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা
অবশেষে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের, ৩ বছর ৩ মাস পর প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি, নিয়োগ দুর্নীতি মামলায় ৮ সাক্ষীর বয়ান রেকর্ডের পর পার্থ জেলমুক্তি
দিল্লি বিস্ফোরণকাণ্ডে এক্স হ্যান্ডল পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের,'লালকেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণের খবরে শোকাহত ও মর্মাহত। এটা অত্যন্ত দুঃখজনক যে, দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ, যা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনস্থ, সেখানকার আইনশৃঙ্খলার দায়িত্বে। তারপরও নিরাপত্তায় কীভাবে এত বড়সড় ফাঁক?' প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেক আরও বলেন,'গতকাল ফরিদাবাদ থেকে প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক ও অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। দু'টি ঘটনা পাশাপাশি রাখলে প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়। উদ্বেগজনক প্রশ্ন উঠছে নজরদারির অভাব নিয়েও। সত্য সামনে আনতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত', প্রয়োজনে আদালতের নজরদারিতে SIT গড়ে নিরপেক্ষ তদন্ত হোক' পোস্ট অভিষেকের।
দিল্লিতে বিস্ফোরণ, পুলওয়ামার উমরই হামলার মাস্টারমাইন্ড! i20 গাড়িতেই বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন চিকিৎসক উমর: সূত্র , লাল কেল্লার কাছে ৩ ঘণ্টা রাখা ছিল বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি
দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয় তিনবার সেটির মালিকানা পরিবর্তন হয়েছে। সূত্রের খবর, এই বছরই সলমানের কাছ থেকে গাড়িটি কিনেছিলেন দেবেন্দ্র। তারপর অক্টোবরে দেবেন্দ্রের কাছ থেকে গাড়িটি কেনেন আমির। এখানেই শেষ নয়, তারপর আমিরের কাছ থেকে গাড়িটি আসে উমর মহম্মদের কাছে। সূত্রে খবর, আমির এবং তারিক গোয়েন্দা সংস্থাগুলির নজরদারিতে রয়েছেন এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, উমর মহম্মদ পুলওয়ামার বাসিন্দা, পেশায় চিকিৎসক। যে i20 গাড়িটিতে বিস্ফোরণ হয়, সেই গাড়ির চালকের আসনে দেখা যায় উমর মহম্মদকে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর তাঁদের অনুমান অ্য়ামোনিয়াম নাইট্রেট, তেল, ডিটোনেটর ব্য়বহার করা হতে পারে বিস্ফোরণের জন্য়।
দিল্লি বিস্ফোরণে জইশ-যোগ? নেপথ্যে চিকিৎসক? উমর পুলওয়ামার বাসিন্দা ও পেশায় চিকিৎসক, সূত্রের খবর, 'i20 গাড়িটি চালাচ্ছিলেন উমর মহম্মদ, উমর ফরিদাবাদ-সাহারানপুরে জইশের জঙ্গি-মডিউলের সঙ্গে যুক্ত'
দিল্লিতে বিস্ফোরণ, হুঙ্কার প্রতিরক্ষামন্ত্রীর, দোষীদের কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি রাজনাথ সিংহ-র
দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ, বাড়ল মৃতের সংখ্যা, দিল্লিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১২, আহত ২৬, মৃত ১২ জনের মধ্যে এখনও পর্যন্ত ৬ জনের দেহ শনাক্ত, বেশিরভাগ মৃতদেহই ছিন্নভিন্ন হয়ে গেছে,
লালকেল্লার কাছে বিস্ফোরণ, তিনদিনের জন্য় লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত ASI-এর নিরাপত্তার স্বার্থে আপাতত বন্ধ রাখা হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশন , ঘটনার পর পাহাড়গঞ্জ, দারিয়াগঞ্জের বিভিন্ন হোটেলে তল্লাশি
SIR হওয়ার পর আজ বিহারে দ্বিতীয় ও শেষ দফার ভোট, বিহারের ২০ জেলার ১২২টি আসনে ভোটগ্রহণ চলছে, পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জ, পূর্ণিয়া বিধানসভা কেন্দ্রে ভোট, পূর্ণিয়ায় ভোট দিলেন পাপ্পু যাদব, ভোট দিলেন শাহনওয়াজ হুসেনও , প্রতিদ্বন্দ্বিতা করছেন ১, হাজার ৩০২ জন প্রার্থী, ভোটারের সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি, মোট ভোটকেন্দ্র ৪৫ হাজার ৩৯৯
SIR হওয়ার পর আজ বিহারে দ্বিতীয় ও শেষ দফার ভোট। বিহারের ২০ জেলার ১২২টি আসনে ভোটগ্রহণ চলছে। পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জ, পূর্ণিয়া বিধানসভা কেন্দ্রে ভোট। পূর্ণিয়ায় ভোট দিলেন পাপ্পু যাদব। ভোট দিলেন শাহনওয়াজ হুসেনও। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩০২ জন প্রার্থী। ভোটারের সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি। মোট ভোটকেন্দ্র ৪৫ হাজার ৩৯৯।
দিল্লিতে বিস্ফোরণ, i20 গাড়িতে ছিল একজনই! প্রকাশ্যে CC ক্যামেরার ফুটেজ, চিহ্নিত সন্দেহভাজন, তাহলে কি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ? খতিয়ে দেখছে দিল্লি পুলিশ, যে গাড়িতে প্রথম বিস্ফোরণ, সেই গাড়িরই ছবি, দিল্লি পুলিশ সূত্রে খবর
৩ বছর ৩ মাস পর আজ জেলমুক্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ, নিয়োগ দুর্নীতি মামলায় ৮ গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তবেই জেলমুক্তি। তাই, জামিন পেলেও এতদিন জেল থেকে ছাড়া পাননি পার্থ চট্টোপাধ্যায়।
এসআইআরের নামে ভোটের আগে সরকারি কাজ বন্ধের চক্রান্ত, স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর। ভয়ে ভুগছে তৃণমূল, কিছুতেই আটকাতে পারবেন না, পাল্টা বিজেপি।
বিস্ফোরণে কাঁপল রাজধানী। লাল কেল্লা মেট্রোর পাশেই গাড়িতে বিস্ফোরণ। একাধিক মৃত্যু, আহত বহু। দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের জের, লাল কেল্লার ২ টি মেট্রো গেট বন্ধ। মেট্রো গেট ১ ও ৪ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। পুলিশ না জানানো পর্যন্ত ওই ২ টি গেট বন্ধ থাকবে। ঘটনাস্থল চারিদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ, তদন্ত চলছে।
কাশ্মীর-হরিয়ানায় জঙ্গি-যোগে ৮জনের গ্রেফতারির মধ্যেই বিস্ফোরণ, কীভাবে বিস্ফোরণ, এখনও ধোঁয়াশা, তদন্তে এনআইএ, গেল এনএসজি
সন্ত্রাস ফিরল দিল্লিতে, লালকেল্লার কাছে বিস্ফোরণ! চলন্ত গাড়িতে বিস্ফোরণ, একাধিক জনের মৃত্যু, আহত বহু। ভর সন্ধেয় বিস্ফোরণে কাঁপল রাজধানী, মৃত্যুমিছিল।