News Live Updates : বৃষ্টির ভ্রুকুটি উড়িয়ে নবমীর সন্ধেতেই প্রতিমা দর্শনে তুমুল ভিড়, প্য়ান্ডেলমুখী জনতা

News Live : নবমীতে মেঘলা আকাশ। রাত থেকেই দুর্যোগ শুরুর আশঙ্কা। দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টির দাপট উত্তরেও। 

Advertisement

ABP Ananda Last Updated: 01 Oct 2025 11:47 PM

প্রেক্ষাপট

শেষ ল্যাপে বাঙালির প্রাণের উৎসব। নবমীতে মণ্ডপে-মণ্ডপে দেবী আরাধনা। শেষবেলায় দেবীদর্শনের জন্য় প্য়ান্ডেলমুখী আট থেকে আশি। মহানবমীতে বেলুড় মঠে বিশেষ পুজো। মুদিয়ালি থেকে বর্ধমান, কুমারী-পুজো দেখতে দিকে-দিকে মানুষের ভিড়। বাড়ির পুজোয়...More

News Live : উৎসবের শেষ বেলায় মন খারাপের সুর, আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন

উৎসবের শেষ বেলায় মন খারাপের সুর। আজ মহানবমী। শারদোৎসবের শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। বেলুড় মঠেও নবমীর বিশেষ পুজো হচ্ছে। রাত পোহালেই বিষাদের দশমী। ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে সকাল থেকে মণ্ডপে-মণ্ডপে ভিড়। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.