News Live : জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির আশঙ্কা, বৃষ্টির পরিমাণ বাড়বে ছট পুজোর দিন !

News Live Updates: দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস

Advertisement

ABP Ananda Last Updated: 24 Oct 2025 11:51 PM

প্রেক্ষাপট

কলকাতা: আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার বিচারপতি জয় সেনগুপ্তর।হাইকোর্টে রক্ষাকবচ-মামলায় আপাতত স্বস্তি অর্জুন সিংহর।  বিসর্জনের শোভাযাত্রায় চকোলেট বোমা, প্রতিবাদ করায় গড়িয়া এলাকায় প্রতিবাদী দম্পতিকে...More

Sougata Roy: প্রতিবাদীদের মার খাওয়া নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ সৌগত রায় ।

প্রতিবাদীদের মার খাওয়া নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ সৌগত রায় । 'প্রতিবাদীরা মার খাচ্ছেন এটা অন্যায়, পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। রাতে বাড়ি ফিরে দেখলাম, তখনও বাজি ফাটছে, অসুবিধা তো হচ্ছে। বয়স্ক লোক আমরা, বেশি বাজি ফাটালে তো অসুবিধা হবেই। পুলিশের করার আছে কিন্তু সেই পরিকাঠামো কোথায়? প্রত্যেক পাড়ায়, গলিতে কি পুলিশ দেওয়া সম্ভব?', মন্তব্য বর্ষীয়ান তৃণমূল সাংসদের 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.