News Live : অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
ABP Ananda Last Updated: 16 Dec 2025 11:00 PM
প্রেক্ষাপট
কলকাতা: অনুপস্থিত, স্থানান্তরিত ও মৃতদের খসড়া তালিকা প্রকাশ কমিশনের। অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে কমিশনে যোগাযোগের পরামর্শ। ৩ ভাগে ম্যাপিং খসড়া তালিকা। প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিংয়ে নাম থাকলে হিয়ারিংয়ে ডাকার...More
কলকাতা: অনুপস্থিত, স্থানান্তরিত ও মৃতদের খসড়া তালিকা প্রকাশ কমিশনের। অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে কমিশনে যোগাযোগের পরামর্শ। ৩ ভাগে ম্যাপিং খসড়া তালিকা। প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিংয়ে নাম থাকলে হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা কম। ডাক পড়বে নো ম্যাপিংয়ে থাকা ভোটারদের। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি।অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। যুবভারতীকাণ্ডে এবার কড়া বার্তা রাজ্যপালের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News: ন্যাজাটকাণ্ডে পুলিশের স্ক্যানারে প্রত্যক্ষদর্শী অটোচালকের বয়ান
ন্যাজাটকাণ্ডে পুলিশের স্ক্যানারে প্রত্যক্ষদর্শী অটোচালকের বয়ান। সূত্রের খবর, এই অটোচালকের বয়ানের সূত্র ধরেই মুখোমুখি বসিয়ে এবার জেরা করা হতে পারে ন্যাজাটকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া রুহুল কুদ্দুস তরফদার এবং গোলাম হোসেন মোল্লাকে। জিজ্ঞাসাবাদের মুখে প্রত্য়ক্ষদর্শী অটোচালক দাবি করেছেন, ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কার পরই রুহুল কুদ্দুস তরফদারের বাইকে চেপে এলাকা ছেড়ে পালান গোলাম হোসেন মোল্লা, কুদ্দুসের বাইকে করে কলুপাড়ার দিকে যান গোলাম হোসেন মোল্লা। সেখান থেকে তারা জীবনতলার দিকে চলে যায়।