= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: 'চক্রান্তের নেপথ্যে যারা, কাউকেই ছাড়া হবে না', হাসপাতালে আক্রান্তদের দেখতে গিয়ে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর 'চক্রান্তের নেপথ্যে যারা, কাউকেই ছাড়া হবে না', হাসপাতালে আক্রান্তদের দেখতে গিয়ে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর। ভুটান থেকে দিল্লি ফিরেই LNJP হাসপাতালে প্রধানমন্ত্রী। দেখা করলেন আহতদের সঙ্গে, কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট প্রধানমন্ত্রীর।
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: দিল্লি বিস্ফোরণকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয় দিল্লি বিস্ফোরণকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। ফরিদাবাদে জঙ্গি মডিউল-যোগে ধৃত চিকিৎসক মুজাম্মিল ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। দিল্লি বিস্ফোরণের সন্দেহভাজন মূল চক্রী উমর উন নবির ঘনিষ্ঠ মুজাম্মিল। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে কাজ করছিল উমর উমর ও মুজাম্মিল ২ জনেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। উমর ও মুজাম্মিল জইশ-ই-মহম্মদের 'জঙ্গি-চিকিৎসক' মডিউলের সদস্য, দাবি তদন্তকারীদের। মুজাম্মিল বিষয়ে বিস্তারিত জানতে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ৫২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: দিল্লি বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, কেন্দ্রের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, 'জঘন্য সন্ত্রাসী ঘটনা' ঘটেছে ১০ নভেম্বর, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি। লালকেল্লার অনতি দূরেই ঘটেছে গাড়ি বিস্ফোরণ। ইতিমধ্যেই অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণের পর আজ ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনের এই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। কেন্দ্রের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, 'জঘন্য সন্ত্রাসী ঘটনা' ঘটেছে।
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: পুলিশের স্ক্যানারে জঙ্গি শাহিন শাহিদের ভাই পারভেজ, পারভেজের ফোন বাজেয়াপ্ত পুলিশের পুলিশের স্ক্যানারে জঙ্গি শাহিন শাহিদের ভাই পারভেজ। পারভেজের ফোন বাজেয়াপ্ত পুলিশের। ডাক্তার পারভেজ একটি কিপ্যাড ফোন ব্যবহার করত, খবর পুলিশ সূত্রে। পারভেজের থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোট ৩টি মোবাইল, একটি হার্ডডিস্ক।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: ফরিদাবাদে চিকিৎসকদের জঙ্গি-মডিউল যোগ আরও স্পষ্ট, ওই ২ চিকিৎসকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক নেই, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফরিদাবাদে চিকিৎসকদের জঙ্গি-মডিউল যোগ আরও স্পষ্ট। ২ চিকিৎসককে পুলিশের আটক করার কথা স্বীকার করেছে আল-ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ২ চিকিৎসকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক নেই, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: রাজ্যে ফের ডেঙ্গির বলি, মৃত ভাঙড়ের বাসিন্দা রাজ্যে ফের ডেঙ্গির বলি, মৃত ভাঙড়ের বাসিন্দা।ভডেঙ্গিতে মৃত উত্তর ২৪ পরগনার ১ বাসিন্দা। মৃত ভাঙড়ের লাঙলপোতার বাসিন্দা মাজেদা বিবি। ১০ তারিখ বেলেঘাটা আইডিতে ভর্তি হন ওই রোগী। আজ দুপুরে হাসপাতালে মৃত্যু হয় লাঙলপোতার বাসিন্দার। ডেথ সার্টিফিকেটে উল্লেখ ডেঙ্গিতে মৃত্যু।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: তড়িঘড়ি নয়, আগে থেকেই লালকেল্লার কাছেই বিস্ফোরণের চক্রান্ত? তড়িঘড়ি নয়, আগে থেকেই লালকেল্লার কাছেই বিস্ফোরণের চক্রান্ত? 'উমরের সঙ্গে লালকেল্লার কাছে রেকি, জেরায় স্বীকার মুজাম্মিলের'। 'দেওয়ালির সময় হামলার ষড়যন্ত্র, কিন্তু শেষ পর্যন্ত বানচাল'। মুজাম্মিলের ফোনে মিলল দিল্লির বিভিন্ন ল্যান্ডমার্কের ছবি: সূত্র। 'শুধু লালকেল্লা নয়, প্রজাতন্ত্র দিবসের সময়েও হামলার পরিকল্পনা', জেরায় মুখে এমনই স্বীকার করেছে ধৃত ডাক্তার মুজাম্মিল: পুলিশ সূত্র।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ীকে খুন, জাল গোটাচ্ছে পুলিশ নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ীকে খুন, জাল গোটাচ্ছে পুলিশ। রাজগঞ্জের BDO-র ২ ঘনিষ্ঠের পরে আরও গ্রেফতার। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ-খুন, আরও গ্রেফতার। শিলিগুড়ি থেকে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। সজল সরকার নামে একজনকে শিলিগুড়ি থেকে গ্রেফতার। 'নিউটাউনে ব্যবসায়ীকে খুনের সময় ঘটনাস্থলে ছিলেন সজল', ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগে সজল সরকার গ্রেফতার। আগেই গ্রেফতার বিডিওর কলকাতার গাড়ি চালক, উত্তরবঙ্গের ঠিকাদার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
News Live Updates: ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ, কমিশনকে জানাল আধার কর্তৃপক্ষ ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ, কমিশনকে জানাল আধার কর্তৃপক্ষ। '১৩ লক্ষের নাম মিলেছে, যাদের আধার কার্ড ছিল না', '১৩ লক্ষের আধার কার্ড ছিল না, কিন্তু মারা গেছেন', ৩৪ লক্ষের নাম বাদ নিয়ে কমিশনকে জানাল আধার কর্তৃপক্ষ: সূত্র। UIDAI কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: দিল্লি বিস্ফোরণকাণ্ডে ফরিদাবাদে আটক রহস্যজনক লাল গাড়ি দিল্লি বিস্ফোরণকাণ্ডে ফরিদাবাদে আটক রহস্যজনক লাল গাড়ি। লাল ইকো স্পোর্টস গাড়িটিকে আটক ফরিদাবাদ পুলিশের। লাল ইকো স্পোর্টস DL10CK0458 গাড়িটিকে আটক পুলিশের। ফরিদাবাদের খান্ডাওয়ালি গ্রামের কাছে গাড়িটিকে পার্কিং অবস্থআয় পাওয়া যায়, পুলিশ সূত্র। i20 ছাড়াও আরও একটি লাল গাড়ি ছিল, খবর সূত্রের। লাল গাড়িটি ওমরের নামে, খবর পুলিশ সূত্রে। i20 গাড়ির সঙ্গে এই গাড়িটিকে দেখা গিয়েছে সিসি ফুটেজে: পুলিশ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: গুজরাতে জঙ্গি-ইউনিট, পশ্চিমবঙ্গের ২ জায়গায় NIA তল্লাশি, পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরার উনকোটিতে NIA অভিযান গুজরাতে জঙ্গি-ইউনিট, পশ্চিমবঙ্গের ২ জায়গায় NIA তল্লাশি। গুজরাত ATS-এর হাতে ধৃত বাংলাদেশিদের সূত্রে তল্লাশি। আল কায়দার মডিউলের খোঁজে পশ্চিমবঙ্গে গুজরাত ATS। শিলিগুড়ির মাটিগাড়া, মুর্শিদাবাদের নবগ্রামে গুজরাত ATS। পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরার উনকোটিতে NIA অভিযান। উনকোটির কৈলা শহর, কুমারঘাটে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। অনুপ্রবেশকারীদের সহযোগিতা ও জাল নথি তৈরির অভিযোগে তদন্ত। ২ ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার ৩টি মোবাইল ও ব্যাঙ্কের পাসবই। 'কুমারঘাটের একজনের সঙ্গে বিদেশি ব্যাঙ্কে লেনদেনের প্রমাণ', ৩৯ কোটি টাকার বিদেশি ব্যাঙ্কের সঙ্গে লেনদেনের প্রমাণ: সূত্র।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: পালাতে পার, কিন্তু লুকোতে পারবে না, কাশ্মীর পুলিশের পোস্টের পরেই বিস্ফোরণ! পালাতে পার, কিন্তু লুকোতে পারবে না, কাশ্মীর পুলিশের পোস্টের পরেই বিস্ফোরণ! সন্ধে ৬.১০, সোমবার: জঙ্গিদের উদ্দেশে জম্মু-কাশ্মীর পুলিশের হুঁশিয়ারি। কাশ্মীর পুলিশের এক্স পোস্টের ৪০ মিনিটের মাথায় দিল্লিতে বিস্ফোরণ। সোমবার সন্ধে ৬.১০-এ পুলিশের পোস্ট, ১২ মিনিট পরেই গাড়ি নিয়ে বেরোয় উমর। সন্ধে ৬.২২, সোমবার: লালকেল্লার পার্কিং লট থেকে বেরোয় উমরের হুন্ডাই i20। ২৮ মিনিট পরেই সন্ধে ৬.৫০-এ সিগনালের কাছে হুন্ডাই গাড়িতে বিস্ফোরণ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ই সন্ত্রাসী ডাক্তারদের আখড়া? ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ই সন্ত্রাসী ডাক্তারদের আখড়া? উমর, মুজাম্মিল, আদিল, শাহিনের পরে স্ক্যানারে আরও ২ ডাক্তার! হরিয়ানার শাহিনের পরে গোয়েন্দাদের নজরে অনন্তনাগের ২ মহিলা ডাক্তার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Delhi Blast: তড়িঘড়ি নয়, আগে থেকেই লালকেল্লার কাছেই বিস্ফোরণের চক্রান্ত? তড়িঘড়ি নয়, আগে থেকেই লালকেল্লার কাছেই বিস্ফোরণের চক্রান্ত? 'উমরের সঙ্গে লালকেল্লার কাছে রেকি, জেরায় স্বীকার মুজাম্মিলের'। 'দেওয়ালির সময় হামলার ষড়যন্ত্র, কিন্তু শেষ পর্যন্ত বানচাল', মুজাম্মিলের ফোনে মিলল দিল্লির বিভিন্ন ল্যান্ডমার্কের ছবি: সূত্র। 'শুধু লালকেল্লা নয়, প্রজাতন্ত্র দিবসের সময়েও হামলার পরিকল্পনা'। জেরায় মুখে এমনই স্বীকার করেছে ধৃত ডাক্তার মুজাম্মিল: পুলিশ সূত্র।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
News Live Updates: দিল্লি বিস্ফোরণকাণ্ডে একটি গাড়ির খোঁজে পুলিশ, একটি লাল ইকো স্পোর্টস কারের খোঁজে পুলিশ দিল্লি বিস্ফোরণকাণ্ডে একটি গাড়ির খোঁজে পুলিশ। একটি লাল ইকো স্পোর্টস কারের খোঁজে পুলিশ। দিল্লি পুলিশের ৫টি দল গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। i20 ছাড়াও আরও একটি লাল গাড়ি ছিল, খবর সূত্রের। লাল গাড়িটি ওমরের নামে, খবর পুলিশ সূত্রে। i20 গাড়ির সঙ্গে এই গাড়িটিকে দেখা গিয়েছে সিসি ফুটেজে, খবর পুলিশ সূত্রে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: 'বলতে দাও বলে ৩ বছর ধরে চিৎকার করেছি, কেউ আসেনি। আমার কাছে ৩ বছর ধরে কেউ আসেনি, বিধানসভায় গিয়ে কী করব?' জামিনে মুক্তির পরেই অকপট পার্থ বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় থেকে শিক্ষা দুর্নীতি, মুখ খুললেন পার্থ। তৃণমূল থেকে মমতা-অভিষেক, জামিনে মুক্তির পরেই অকপট পার্থ। 'জীবন তো শেষ হয়ে যায়নি, কর্মযজ্ঞে ফিরে যাব। দল নয়, দল আমার সঙ্গে না থাকলেও আমি দলের সঙ্গে আছি। বলতে দাও বলে ৩ বছর ধরে চিৎকার করেছি, কেউ আসেনি। আমার কাছে ৩ বছর ধরে কেউ আসেনি, বিধানসভায় গিয়ে কী করব?' কারাবাস থেকে মুক্তির পরেই এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রাক্তন শিক্ষামন্ত্রী।