News Live : জুলাই গণহত্যা মামলায় ঢাকার আদালতে শেখ হাসিনার ফাঁসির সাজা !
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
ABP Ananda Last Updated: 17 Nov 2025 11:31 PM
প্রেক্ষাপট
কলকাতা: শেখ হাসিনার ফাঁসির সাজা বাংলাদেশের আদালতের। ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী হামলা, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। উল্লেখ রায়ে।কল্যাণ-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়। বম্ব স্কোয়াড, সিআরপিএফ ডেকে তল্লাশির সিদ্ধান্ত রাজ্যপালের।...More
কলকাতা: শেখ হাসিনার ফাঁসির সাজা বাংলাদেশের আদালতের। ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী হামলা, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। উল্লেখ রায়ে।কল্যাণ-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়। বম্ব স্কোয়াড, সিআরপিএফ ডেকে তল্লাশির সিদ্ধান্ত রাজ্যপালের। উত্তরবঙ্গ সফর ছেঁটে কলকাতায় রাজ্যপাল। খালি করা হল রাজভবন। এসএসসির নতুন মামলায় চাঞ্চল্যকর দাবি। ১৯৯৭-এ জন্ম, তবু অভিজ্ঞতার জন্য ১০ নম্বর? দাবি মামলায়। মামলা গ্রহণ বিচারপতি অমৃতা সিনহার। ইন্টারভিউ তালিকায় দাগি-রা। সতর্কতা সত্ত্বেও তালিকায় দাগিরা থাকলে ভেরিফিকেশনে বাদ পড়বেন। কমিশনের হাতে সেই ক্ষমতা আছে। বিবৃতি স্কুল শিক্ষা দফতরের। রাজপথে ফের চাকরি আন্দোলন। দিল্লি বিস্ফোরণে গ্রেফতার চিকিৎসক শাহিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল লেনদেনের হদিশ।ফর্ম বিলি ও জমা থেকে ডিজিটাইজেশন, SIR করতে গিয়ে অসুস্থ একের পর এক BLO।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Sundarban News: ১ বাঘে রক্ষা নেই, একসঙ্গে দেখা মিলল ৩টি বাঘের
১ বাঘে রক্ষা নেই, একসঙ্গে দেখা মিলল ৩টি বাঘের, সুন্দরবনের পীরখালিতে বনের রাজার বিরল দৃশ্য, স্থানীয় বাসিন্দার মোবাইল ফোনে ধরা পড়ল নদীতে ৩টি বাঘের খেলা করার মুহূর্ত