News Live: আর জি কর আন্দোলনে যুক্ত ৬ জুনিয়র ডাক্তারকে পুলিশের নোটিস, বউবাজার থানায় এল অভয়ার পরিবার

Independence Day 2025 : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস

ABP Ananda Last Updated: 18 Aug 2025 11:38 PM

প্রেক্ষাপট

কলকাতা:  গভীর রাতে মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে বিস্ফোরণ। গুরুতর জখম ভিনরাজ্যের বাসিন্দার হাসপাতালে মৃত্যু। বিস্ফোরণের জেরে ভাঙল হাইস্কুলের নোটিস বোর্ডের কাচ।শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলে গ্রেফতার হিন্দোল মজুমদারকে আদালতে পেশ।  হাই মাদ্রাসার...More

RG Kar News: আন্দোলনকে দমাতেই পুলিশের তলব, অভিযোগ অভয়ার বাবার

১০ মাস আগের মামলায় জোড়া থানায় হাজিরা দিলেন আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত দুই জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায় ও ঋতব্রত ঘোষ। হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায়।বউবাজার থানায় হাজির দিলেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইন্টার্ন ঋতব্রত ঘোষ।  আন্দোলনকে দমাতেই পুলিশের তলব, এমনটাই অভিযোগ করেছেন আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা।