News Live: বসিরহাট পুরসভার একটি বুথে ৩২ জন ‘ভূতুড়ে’ ভোটার !

News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস

ABP Ananda Last Updated: 28 Aug 2025 07:42 AM

প্রেক্ষাপট

কলকাতা: ইডি হেফাজতে জীবনকৃষ্ণ। ছবি দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নিশানায় অভিষেক। তৃণমূল বিধায়ক হওয়ার পর চাকরি বিক্রির নেটওয়ার্ক তৈরি করেন জীবনকৃষ্ণ। টিমে ছিল ১০-১২ জন। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় এমনই...More

Vaishno Devi Landslide: মেঘভাঙা বৃষ্টির জেরে বৈষ্ণোদেবীর পথে নামল ভয়াবহ ধস

মেঘভাঙা বৃষ্টির জেরে বৈষ্ণোদেবীর পথে নামল ভয়াবহ ধস। অন্তত ৩২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনার জেরে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে। জমমু-পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। প্রভাব পড়েছে জম্মু-কাটরা রেলপথেও।