রঞ্জিত সাউ, কলকাতা: উচ্চ মাধ্যমিকের (HS 2024) দ্বিতীয় পরীক্ষার আগে গভীর রাত পর্যন্ত শব্দ বাজির তাণ্ডব। প্রতিবাদ করায় অভিজাত আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষী থেকে আবাসিকদের বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনা নিউ টাউন সিটি সেন্টার টু-এর কাছে। ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবাসিকরা। ঘটনার তদন্তে পুলিশ।
গভীর রাত পর্যন্ত শব্দ বাজির তাণ্ডব: গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ সোমবার ছিল তার দ্বিতীয় দিনের পরীক্ষা। আর সেই পরীক্ষার আগের রাতে দফায় দফায় চলল শব্দবাজির তাণ্ডব। উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষার ঠিক আগের রাতে শব্দবাজির তাণ্ডবে কেঁপে উঠল নিউটাউন সিটি সেন্টার টু সংলগ্ন এলাকা। বিশ্ববাংলা সরণির পাশেই একটি বিয়ে বাড়িতে চলছিল বাজি ফাটানো। আর সেই বাজির আগুনের ফুলকি গিয়ে পড়ছিল পাশের একটি অভিজাত আবাসনে। এই ঘটনার প্রতিবাদ করলে বিয়ে বাড়ির লোকজন আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষী ও আবাসিকদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন আবাসিক। এনিয়ে গভীর রাতেই ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেন আবাসিকরা। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিশ।
এদিকে পাড়া দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রবিবার মাঝরাতে বউবাজারের নবীনচন্দ্র বড়াল লেনে ধুন্ধুমার বাধল। অভিযোগ, মুচিপাড়া থানার পুলিশের সামনেই প্রায় ৮-১০ বাড়ি এবং একটি গাড়ি ও ৪-৫টি মোটরবাইক ভাঙচুর, কাচের বোতল, থান ইট ছোড়া হয়। মহিলারাও আক্রান্ত হন বলে অভিযোগ। গোটা ঘটনায় ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-র দিকেই আঙুল তুলেছেন নবীনচন্দ্র বড়াল লেনের বাসিন্দারা। সকালে এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। স্থানীয়দের দাবি, তাঁরা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, সেই কারণেই হামলা। কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তুলেছেন তাঁরা। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। আমার কাছে কেউ কোনও অভিযোগ করেনি বলে দাবি করেছেন কাউন্সিলর বিশ্বরূপ দে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Update: সন্দেশখালিকাণ্ডে নির্যাতিতাদের পাশে রাজ্যপাল, খুলে দেওয়া হল রাজভবনের দরজা