রঞ্জিত সাউ এবং আবির দত্ত, কলকাতা: মঙ্গলবার নিউ টাউনে (New Town) সরকারি (Govt) আবাসনে তরুণের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড়। সাতসকালে আবাসনের রাস্তায় পড়েছিল রক্তাক্ত দেহ। নিরাপত্তারক্ষীরা আকাঙ্খা আবাসনের ক্লাসিক থ্রি টাওয়ারের নীচে তরুণের (Youth) দেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।                               

  



পুলিশ সূত্রে খবর, মৃতের ঈশান নিধারিয়া। বছর একুশের ওই তরুণ আবাসনের বাসিন্দা নন। কী কারণে ওই তরুণ আবাসনে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে। খুন না কি আত্মহত্যা, মৃত্যুর পিছনে কোনও রহস্য আছে কিনা, খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ।                                                     


আরও পড়ুন, সরকারি চাকরির পর দলীয় পদ দিতেও টাকা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বড় অভিযোগ


অন্যদিকে, লেকটাউনের দক্ষিণদাঁড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু হয় গতকালই। রাতে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খুনের অভিযোগে আটক স্বামী, শ্বশুর ও ননদ। মৃতের নাম পায়েল রায়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, সন্দেহবশে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুমন। তার জেরেই খুন বলে অভিযোগ। পাল্টা স্বামীর দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে বহুবার আপত্তি জানান। গতকালও এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয়। তারপরই স্ত্রী আত্মঘাতী হন বলে স্বামীর দাবি। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।       


এদিকে, আজ শহরে অভিনেতা শৈবাল ভট্টাচার্যর আত্মহত্যার চেষ্টা করেন। মাথায় ও ডান পায়ে আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, নিজেকে আঘাত করেন ওই অভিনেতা। মদে আসক্তি ও পেশাগত ডিপ্রেশনের কারণেই আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।