কলকাতা: রাতে নিউটাউনে (Newtown News) কর্মরত মহিলাদের নিরপত্তার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। সুনিশ্চিত করতে হবে নারী সুরক্ষা। রাজ্যকে টিম গঠন করে গাইডলাইন তৈরির নির্দেশ দিল হাইকোর্ট।
এক স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনা। আর তাকে ঘিরে তোলপাড় কাণ্ড। ঝাঁ চকচকে শহর নিউটাউনে এহেন ঘটনা প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা। যেখানে প্রতিদিন রুটি-রুজি জন্য যান মহিলারা, তা আদৌ কি সুরক্ষিত? উঠছে সেই প্রশ্নও। এই আবহে আইটি সেক্টর বিশেষত নিউটাউনের মত জায়গায় রাতে নাইট শিফটে কাজে নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে। মহিলাদের নিরাপত্তায় গাইডলাইন তৈরি করার নির্দেশ হাইকোর্টের। আবেদনকারীর আইনজীবী বলেন, "হিমাচল, তেলেঙ্গানা, কর্ণাটক সরকারের এই বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। রাজ্যও সেই রকম গাইডলাইন তৈরি করুক। পাল্টা রাজ্যের আইনজীবী শিরশ্ন্য বন্দোপাধ্যায় বলেন, "রাত্রের সাথী " প্রকল্প করেছে। যা মেডিক্যাল কলেজ,হস্টেল বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের জন্য প্রযোজ্য।
এদিকে গতমাসে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা নিরাপত্তা বিষয়ক এক বিজ্ঞপ্তি জারি করেছে। আইটি সেক্টরে রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা কলকাতা হাইকোর্টে সেই বিজ্ঞপ্তির কপি জমা দেয়। তাতে উল্লেখ করা হয়েছে
- কলেজ মোড়, ওয়েবেল মোড়, SDF, RDB এবং এই থানা অঞ্চলের অন্যান্য স্থানে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যাবস্থা করেছে পুলিশ প্রশাসন।
- এই এলাকা গুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। যাতে অন্ধকারের সুযোগ নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনা না ঘটে।
- দিনরাত এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল ছাড়াও উইনার্স প্রকল্পে মহিলা বাহিনী রাখা হয়েছে।
- পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
- এছাড়া নবদিগন্ত ইন্ডসাট্রিয়াল টাউনশিপ কতৃপক্ষের সহযোগিতায় সংবেদনশীল জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।
- বাঘিনী প্রকল্পের মাধ্যমে আইটিতে কর্মরত মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
- মহিলা বাহিনীর উইনার্স টিম প্রতিনিয়ত গাড়ি ও বাইসাইকেলের মাধ্যমে এলাকায় টহল দেয়।
- দিবারাত্রি আর টি ভ্যানের মাধ্যমে পুলিশ টহল দেয়।
- ২১৫ বাসট্যাণ্ড, সেক্টর ফাইড বাসট্যান্ড,কলেজ মোড়,অটোস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ জায়গায় পুরুষ ও মহিলা সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্যের সচিব এ ব্যাপারে সিনিয়র আধিকারিকদের একটা টিম গঠন করে পর্যালোচনা করে দেখবে কীভাবে এই নিরাপত্তার ব্যবস্থাকে আরও উন্নত করা যায়। এই সংক্রান্ত একটি খসড়া তৈরি করে গোটা রাজ্যে তা বাস্তবায়ন করতে হবে।