সন্দীপ সরকার, কলকাতা: একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাজি (Nirmal Maji)। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি। কলকাতা মেডিক্যালের ( Calcutta Medical College) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন নির্মল। তবে এবার  কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলে সুদীপ্ত রায়।                                                         


নির্মল মাজির বদলে এই পদে দায়িত্বে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। এই মুহূর্তে আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। স্বাস্থ্য নিয়োগ বোর্ডেরও চেয়ারম্যান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। অন্যদিকে, উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক নির্মল মাজিকে সরানো নিয়ে ফের সরগরম রাজনীতি। এদিকে এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নির্মল মাজির। 


নির্মল-প্রসঙ্গ


টসিলিজুমাবকাণ্ড থেকে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকির অভিযোগ, তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ।                   


আরও পড়ুন, ‘পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক, আরও বেশি করে যোগদান করুন', আহ্বান মমতার


এর আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দেওয়া হচ্ছে, এই প্রতিবাদ করায় কলকাতা মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের প্রধানকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল তৃণমূলের চিকিৎসক-বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছিল সার্ভিস ডক্টরস ফোরাম। সেই সময় অবশ্য নির্মল মাজি বলেন, "ওরা বিরোধী, অভিযোগ তুলবেই।" 


সম্প্রতি মালদা মেডিক্যালের অধ্যক্ষ থেকে সহকারী সুপার, হাসপাতালে কেউই তিন দিনের বেশি কাজে আসেন না! তাঁরা সরকারের থেকে বেতন নিয়ে বেসরকারি হাসপাতালে রোজগার বাড়ান। বাম চিকিৎসক সংগঠনের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ করেছিলেন নির্মল মাজি। এছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দামী ইঞ্জেকশনের ৪টি ভায়াল চুরির অভিযোগ উঠেছিল। সেখানেও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।