রুমা পাল, কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে নাম। ফাইলে সই করেননি সি ভি আনন্দ বোস। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই রাজ্যপাল জানালেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। ২৮ মে, শেষ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের কার্যকালের মেয়াদ। নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রাক্তন মুখ্য়সচিব রাজীবা সিন্হা ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নামে প্রস্তাব পাঠানো হয় রাজ্যপালের কাছে। রাজভবন সূত্রে খবর, তৃতীয় নামও চেয়ে পাঠান রাজ্যপাল। কিন্তু কোনও নামেই সিলমোহর দেয়নি রাজভবন। ফলে ঝুলেই রইল রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ। 


অবসর নিয়েছেন সৌরভ দাস। কিন্তু রাজ্য সরকারের প্রস্তাবিত নামে, রাজভবন এখনও সিলমোহর না দেওয়ায়, পঞ্চায়েত ভোটের মুখে কমিশনারহীন হয়ে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন।  এই প্রেক্ষাপটেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানালেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। 


তাহলে কি রাজ্য নির্বাচন কমিশনার বাছাই নিয়ে, নবান্ন-রাজভবনের সংঘাতের পারদ আরও চড়ল? কারণ, ১৮ মে রাজ্যপালের কাছে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্য়সচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করে নবান্ন। 


কিন্তু, সরকারের তরফে মাত্র একজনের নাম পাঠানোয় প্রশ্ন তোলেন রাজ্যপাল। জানতে চান, প্রাক্তন মুখ্য়সচিবের নাম পাঠানোর আগে কি মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে? এই বিষয়ে জানতে, শুক্রবার রাজভবনে তলব করা হয়েছিল মুখ্যসচিবকে। এরপর নবান্নের তরফে নির্বাচন কমিশনার হিসাবে দ্বিতীয় নাম প্রস্তাব করা হয়। 


রাজভবনে পাঠানো হয় অজিতরঞ্জন বর্ধনের নাম বর্তমানে, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন তিনি।  আগে ছিলেন পঞ্চায়েত দফতরের দায়িত্বে। 
কিন্তু, এর পরও কোনও নামেই সিলমোহর দেননি রাজ্যপাল। এদিকে রাজভবন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত তৃতীয় নামও চাওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু জানায়নি। 


রাজভবন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও ভাবা হয়েছিল। তাহলে, কবে চূড়ান্ত হবে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনারের নাম? তা নিয়েই বাড়ছে জল্পনা।


পঞ্চায়েত ভোটের আগে আজ থেকে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন। বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে। এখনও, নবান্নের ২ টি প্রস্তাবিত নামের একটিতেও সবুজ সঙ্কেত দেয়নি রাজভবন। ফলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে তা এখনও অনিশ্চিত। 


মে মাস শেষ, রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন কবে হবে? এই মহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ, সোমবার থেকে কমিশনারহীন হয়ে পড়ল রাজ্য নির্বাচন কমিশন রবিবারই শেষ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ সৌরভ দাসের কার্যকালের মেয়াদ ছিল ২৮ মে পর্যন্ত রাজ্য সরকারের তরফে যে ২টি নাম প্রস্তাব করা হয়েছে তার একটিতেও এখনও সিলমোহর দেয়নি রাজভবন। 


১৮ মে, রাজ্যপালের কাছে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্য়সচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করে নবান্ন। কিন্তু, নবান্ন থেকে একমাত্র রাজীব সিনহার নাম পাঠানোয় একাধিক প্রশ্ন তোলেন রাজ্যপাল। এই নাম পাঠানোর আগে নেওয়া হয়েছে কি মন্ত্রিসভার অনুমোদন? জানতে চান রাজ্যপাল


শুক্রবার রাজভবনে তলব করা হয় মুখ্যসচিবকে। এরপর নবান্নের তরফে নির্বাচন কমিশনার হিসাবে দ্বিতীয় নাম প্রস্তাব করা হয়। রাজভবনে পাঠানো হয় অজিতরঞ্জন বর্ধনের নাম বর্তমানে, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন তিনি। এর আগে ছিলেন পঞ্চায়েত দফতরের দায়িত্বে। কিন্তু, এর পরও কোনও নামেই সিলমোহর দেয়নি রাজভবন। সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। ফিরে কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।