কলকাতা: জোটের বৈঠক নয়, কাল ইডি দফতরেই যেতে পারেন অভিষেক। ইডির #ED) কাছে হাজিরার আগের দিন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অভিষেক (Abhishek Banerjee)। কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়, আদালতে আবেদন অভিষেকের। 


রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অভিষেক: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, অভিষেকের পক্ষে অভিষেক মনু সিঙ্ঘভি মামলা বিচারাধীন থাকাকালীন কোনও কড়া পদক্ষেপ না করার আর্জি জানান। ইডিকে পদক্ষেপ না নিতে নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়। তখন বিচারপতি অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, ইডির আইনজীবীর মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে ইডি আধিকারিকরা এই মামলায় শুরু থেকে কোনও কড়া পদক্ষেপ করেননি। আজ এই মামলায় শেষ মুহূর্তে কেন নতুন শব্দবন্ধ নির্দেশনামায় লিখতে যাব?      


তখন অভিষেকের আইনজীবী বলেন, “ইসিআইআর খারিজের দাবিতে যখন মামলা চলছে সেই মুহূর্তে ১০ ই সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নতুন করে সমন পাঠানো হয়েছে। ১৩ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। আগামীকাল তাঁর বিশেষ একটি বৈঠকও রয়েছে। কাল আমাকে গ্রেফতার করা হতে পারে। এই ধরণের হয়রানির মানে কী?” তখনই বিচারপতি বলেন, “সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। সমন পাঠানোর ক্ষেত্রে আমাদের কোনও বাধা নেই। গ্রেফতারির জন্য সমন পাঠানো হয়েছে এই আশঙ্কা অমূলক।’’                                  


আগামীকাল বিরোধীদের জোট I.N.D.I.A-এর সমন্বয় কমিটির বৈঠক। আর একইদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। প্রশ্ন উঠছে জোটের বৈঠকে নাকি ইডি দফতরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্স চত্বরে দেখা গেল পুলিশের বাড়তি তৎপরতা। এদিন সকালে, বিধাননগর পুলিশ কমিশনারেটের একজন ACP র‍্যাঙ্কয়ের অফিসার পরিদর্শন করে আসেন। এরপর বিকেলে CGO চত্বরে একটি অস্থায়ী ক্যাম্প তৈরিরও তোরজোর দেখা যায়। শুধু তাই নয়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায়, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের গলাতে। তিনি বলেন, "অভিষেকের শিরদাঁড়া সোজা, শুভেন্দুর মতো বিক্রি হয়ে যাওয়া শিরদাড়া নয়, যার শিরদাঁড়া সোজা, যে কোনও  পরিস্থিতির মোকাবিলা সে সামনাসামনি করবে। সেটা কালকে আপনারা দেখে নেবেন।''


আরও পড়ুন: Nusrat Jahan: ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন নুসরত জাহান