সৌভিক মজুমদার, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, আদালতে জানাল ইডি (Enforcement Directorate) মঙ্গলবার প্রধান বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠান। এদিন অভিষেকের আইনজীবী মামলার দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) জানান, সোমবার মামলার শুনানি সম্ভব। ইডির আইনজীবী আদালতে আশ্বাস দেন সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। 


এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) রক্ষাকবচ চেয়ে দায়ের করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রধান বিচারপতির কাছে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে, সিদ্ধান্ত হয় প্রধান বিচারপতির নির্ধারিত বেঞ্চেই হবে মামলার পরবর্তী শুনানি। 


এক্তিয়ার কি তার আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শোনার এক্তিয়ার কি তার আছে? এই কথা জানতে চেয়ে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, রক্ষাকবচ চেয়ে দায়ের করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা, প্রধান বিচারপতির কাছে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে, এবার প্রধান বিচারপতির নির্ধারিত বেঞ্চেই হবে মামলার পরবর্তী শুনানি। ED-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এদিন আদালতে বলেন, নতুন বেঞ্চে মামলা না যাওয়া পর্যন্ত বিচারপতি ঘোষের গত শুক্রবারের নির্দেশকেই মান্যতা দেওয়া হবে। 


রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ: তদন্তকারী আধিকারিকদের এই মর্মে নির্দেশও দেন ED-র আইনজীবী। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় এদিন ED-র আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, এই মামলা সংক্রান্ত সব আবেদন সিঙ্গেল বেঞ্চে করতে হবে। তাহলে এই এজলাসে এই মামলা কিভাবে গ্রহণযোগ্য হবে? CBI এবং ED সুবিধাভোগীদের সন্ধান করছে।


অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে, তিনি কোনও ভাবে এই মামলায় প্রভাবিত হচ্ছেন তাহলে তিনি সিঙ্গল বেঞ্চে আবেদন জানান। তখন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, কেন্দ্রীয় সরকারের কোনও সংস্থার কাছ থেকে এই ধরনের অস্বাস্থ্যকর অভ্যাস প্রত্যাশিত নয়। এই এজলাসের (বিচারপতি তীর্থঙ্কর ঘোষের) এক্তিয়ার রয়েছে এই ধরনের মামলা শোনার।


ED এই মুহূর্তে দেশের অন্যতম শক্তিশালী সংস্থা। কিন্তু, সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য তারা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বিষয় ঠিক করে না। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নন। কোনও এক ব্যক্তি তাঁর নাম নিয়েছেন, আর ED ঝাঁপিয়ে পড়েছে।


এর পরই, বিচারপতি বলেন, যদি নিয়োগ দুর্নীতি মামলায় কোনও অভিযুক্ত জামিনের আবেদন জানায়, তাহলে কি সেই মামলার শুনানি আদালত নির্ধারিত সিঙ্গল বেঞ্চে হবে? আমি প্রধান বিচারপতির কাছে সেটা জানতে চাইব। 


উত্তরে ED-র আইনজীবী বলেন, জামিনের আবেদনের শুনানিও নির্দিষ্ট সিঙ্গল বেঞ্চেই হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, দু-সপ্তাহ আগে যখন মানিক ভট্টাচার্যর জামিনের আবেদন এই বেঞ্চে হয়েছিল, তখন তো ED কোনও অভিযোগ জানায়নি। সুজয়কৃষ্ণ ভদ্রর মামলাও এই এজলাসে হয়েছে। ED কোনও অভিযোগ জানায়নি। বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার উদ্দেশে ED-র এই ধরনের পদক্ষেপ।


এরপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, ২৬ শে জুলাই চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমেরিকা যাওয়ার কথা রয়েছে। তিনি ২০ আগস্ট ফিরবেন। এর পরই, মামলা প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।


আরও পড়ুন: Asansol News: কাজ থেকে ফেরার পথে বলি, বাইকের চাকা পিছলে রাস্তায় ৩ যুবক, পিষে দিয়ে গেল গাড়ি