কৌশিক গাঁতাইত, আসানসোল: সারাদিনের কাজের পর বাড়ি ফিরছিলেন। কিন্তু রাস্তায় প্রাণ চলে গেল তিন যুবকের। আসানসোলে (Asansol News) জাতীয় স়ড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই তিন জনের। নির্মীয়মান রাস্তায় চাকা মোটর সাইকেলের চাকা পিছলে রাস্তায় পড়ে যান, পরে কোনও গাড়ি পিষে দিয়ে যয় বলে জানা গিয়েছে। তড়িঘড়ি অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও, একজনকেও বাঁচানো সম্ভব হয়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।


১৯ নম্বর জাতীয় সড়কে জুবিলি মোড়ের কাছে দুর্ঘটনার কবলে তিন যুবক


পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানা এলাকার ঘটনা। সেখানে ১৯ নম্বর জাতীয় সড়কে জুবিলি মোড়ের কাছে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ওই মোটর সাইকেলে তিন যুবক বসেছিলেন। কাজ থেকে রাতে বাড়ি ফিরছিলেন। সশরীরে আর পরিবারের কাছে ফিরে যাওয়া হল না তাঁদের। দুর্ঘটনার কবলে পড়ে, রাস্তায় চলে গেল তিন-তিনটি তরতাজা প্রাণ।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে জুবিলি মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়কের উপর রাস্তা সারাইয়ের কাজ চলছিল। তাতে পড়ে পিছলে যায় মোটর সাইকেলের চাকা। সেই সময় মোটর সাইকেলেই সওয়ার ছিলেন ওই তিব যুবক। দুর্ঘটনায় হুমড়ি খেয়ে পড়ে যান তাঁরা। তার পর একটি ভারী ওজনের গাড়ি তাদের পিষে দিয়ে চলে যায়। 


আরও পড়ুন: KMC Pool Car Step : বেআইনিভাবে পার্কিং করা গাড়িতে কাঁটা লাগাল পুরসভা, পুলকার আটকে পড়ুয়াদের হয়রানি


দুর্ঘটনার পর অচেতন অবস্থায় ওই তিন যুবককে উদ্ধার করেন স্থানীয়রাা। সেই অবস্থাতেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তৃতীয় জনের চিকিৎসা শুরু হয়। কিন্তু কিছু ক্ষণ পর মারা যান তিনিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুই যুবক। পরে হাসপাতালে মৃত্যু হয় তৃতীয় জনের। 


মৃতদেহের ময়নাতদন্ত হচ্ছে, বুধবারই তুলে দেওয়া হবে পরিবারের হাতে


পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তিন যুবকের মধ্যে দু'জনের বাড়ি ধাদকায়। তৃতীয় জনের বাড়ি মোহিশীল কলোনিতে। নিহত তিনজনেরই বয়স আনুমানিক ২৫ বছর। আাসানসোল জেলা হাসপাতালে তাঁদের ময়নাতদন্ত করা হচ্ছে। তা সম্পূ্ণ হলে পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশও।