সৌভিক মজুমদার: হাইকোর্টে (Calcutta High Court) স্বস্তিতে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-সহ তিন বিজেপি (BJP) নেতা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার (Rajsekhar Mantha)। ৫ জানুয়ারি পরবর্তী শুনানি। ৩ ডিসেম্বর বিজেপির সভা এবং মিছিলের প্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), দীপক হালদার (Dipak Haldar) ও প্রদ্যোৎ বৈদ্য (Pradyat Baidya) বিজেপির এই তিন নেতা-নেত্রীর বিরুদ্ধে কুলপি এবং উস্তি থানায় মোট ৫টি FIR দায়ের হয়। 



হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি: বিজেপির (BJP) দাবি, তাদের সভাস্থল নষ্টের প্রতিবাদে জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে অভিযোগ জানায় তারা। উল্টে তাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে পুলিশ। এর প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলাতেই এই নির্দেশ। 


স্বস্তি শুভেন্দু অধিকারীর: মিথ্যা মামলার অভিযোগ সংক্রান্ত মামলায়, বৃহস্পতিবার হাইকোর্টে স্বস্তি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার অন্য একটি মামলায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ৩ নেতা-নেত্রীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট


১৬ জানুয়ারি পর্যন্ত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। ৩ ডিসেম্বর, ডায়মন্ড হারবারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিন সভার আগে তৃণমূল-বিজেপির সংঘাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে হটুগঞ্জ! বিজেপি কর্মীদের গাড়ি-বাসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।


তৃণমূলের পার্টি অফিসেও চলে ভাঙচুর। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি নেতা দীপক হালদার ও প্রদ্যোৎ বৈদ্যর বিরুদ্ধে কুলপি ও উস্তি থানায় মোট ৫টি FIR হয়।পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলায় শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, অগ্নিমিত্রা পাল-সহ ৩ জনের বিরুদ্ধে, ১৬ জানুয়ারি পর্যন্ত গ্রেফতারির মত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। 


বৃহস্পতিবারই মিথ্যে মামলার অভিযোগ সংক্রান্ত শুনানিতে, বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে স্বস্তি পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার আদালত নির্দেশ দেয়,যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR’এ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে। এবার আদালতে রক্ষাকবচ বিজেপি বিধায়ক (bjp MLA) অগ্নিমিত্রা পাল। ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।