সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: একটি খুনকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল গোটা এলাকা। প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার বাগদা। বাগদায় প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে আগুন লাগাল উত্তেজিত জনতা। ঘটনায় উত্তেজনা ছড়ি়য়ে পড়ে এলাকায়।


ঠিক কী ঘটেছে? 


উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েত এলাকার পুস্তিঘাটা গ্রামে রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, যে সময় এই নৃশংস ঘটনাটি ঘটে তখন বিকেলে ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন ৫৪ বছরের নীলকমল সর্দার। সেই সময় প্রতিবেশী সুভাষ সর্দার অতর্কিতে হাসুয়া দিয়ে নীলকমল সর্দারের গলায় কোপ মারে বলেই অভিযোগ। 


এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নীলকমল। ফোনের মধ্যেই বাবার অতর্কিত চিৎকার শোনেন নীলকমল সর্দারের ছোট ছেলে সম্রাট সর্দার। এর পরই খবর শুনে ছুটে আসে সে। বাবাকে নিয়ে নিকটবর্তী দত্তপুলিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন, ভিড়ে ঠাসা স্টাফ স্পেশ্যাল থেকে পড়ে গেলেন যাত্রী, অল্পের জন্য রক্ষা


এরপরই এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা আগুন লাগিয়ে দেয় অভিযুক্তের বাড়িতে। রাতেই অভিযুক্ত সুভাষ সর্দারকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । মৃত নীলকমল সর্দারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সুভাষ সর্দার কেন এই ঘটনা ঘটিয়েছে তাঁরা তা জানে না। এমনকী পারবারিকও কোনো শত্রুতা নেই বলেই দাবি করেছে মৃতের পরিবার। 


অভিযুক্ত-সহ গোটা পরিবারের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে গ্রামের বাসিন্দারা। সোমবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে বসানো হয়েছে পুলিশ পাহারা। নতুন করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। তবে পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।