পার্থপ্রতিম ঘোষ ও সমীরণ পাল, সন্দেশখালি : শিবপ্রসাদ হাজরা। সন্দেশখালির আরেক ত্রাস ! তৃণমূলের ব্লক সভাপতির পাশাপাশি জেলা পরিষদের সদস্যও বটে ! এই শিবু হাজরার বিরুদ্ধেই ভেড়ির জন্য জমি দখল, জমি দাতাদের টাকা না দেওয়া, কেউ কিছু বলতে গেলে মারধর করা, এমনকী নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। কিন্তু, শিবু হাজরা পুলিশের ধরাছোঁয়ার বাইরেই ! এদিকে, তাঁর পোলট্রি ফার্ম পাহারা দিচ্ছে পুলিশ!


সন্দেশখালিকাণ্ডে তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু আরেক অভিযুক্ত শিবপ্রসাদ হাজরা ? কারণ তাঁর বিরুদ্ধেও তো গ্রামবাসীর অভিযোগের শেষ নেই ! সন্দেশখালি ২ নম্বর ব্লকের প্রায় প্রতিটি দ্বীপেই, শেখ শাহাজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে, ভেড়ির জন্য জমি দখল ! জমি নিয়ে টাকা না দেওয়া ! টাকা চাইলে মারধর, নারী নির্যাতনের মতো দীর্ঘ অভিযোগের তালিকা ! সন্দেশখালির বাসিন্দা দীপালি সর্দার বলেন, 'আমাদের দাবি এখনও শিবু হাজরাকে গ্রেফতার, যতদিন না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।'


২০ লক্ষ টাকার বিনিময়ে বিরাট ভেড়ির হাতবদল হল ! কিন্তু, জমি যাঁরা দিলেন, তাঁদের ভাগ্য ফিরল কি ? সন্দেশখালি ২ নম্বর ব্লকের সাধারণ খেটে খাওয়া এই মানুষগুলো কী বলছেন ? সন্দেশখালি ২ নম্বর ব্লকের কাণ্ডারপাড়া-কাছারিপাড়ার এক বাসিন্দা বলেন, 'নোনা জল তলা নিয়ে, ঘেরফের করে দিয়ে, জোর জবরদস্তি করে, খাসের জায়গা-টায়গাগুলো সরকার থেকে যেগুলো দিয়েছিল, সেগুলো শিবু হাজরা, উত্তমবাবু, ওরাই জোর করে নিয়ে...লিজ টাকা দেবে বলে দেয়নি। এখনও পর্যন্ত কাউকে দিচ্ছে না !'

তৃণমূলের জেলা পরিষদের সদস্য ও সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভাপতি শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ, এত রাগ...এত অভিযোগ...। অথচ তাঁকে ধরা তো দূর, উল্টে সেই শিবু হাজরার প্রপার্টিতেই বসেছে পুলিশের প্রহরা ! তা দেখে গ্রামের কেউ কেউ তো বলছেন, তৃণমূলের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্যের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, শিবপ্রসাদ হাজরার পকেটে পুলিশ! কিন্তু, শেখ শাহজাহান আর তাঁর ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা কোথায় গেলেন? পুলিশ তাঁদের ধরতে পারছে না? না কি ধরছে না? সবচেয়ে বড় প্রশ্ন এখন সেটাই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে