সমীরণ পাল, অশোকনগর ও মোহনপুর : বারাসাতের পর এবার অশোকনগর ও মোহনপুর । উত্তর ২৪ পরগনা জুড়ে পুলিশের প্রচারের মধ্য়েই ফের গুজবকে কেন্দ্র করে গণপিটুনির অভিযোগ। শুক্রবার অশোকনগর থানার ভুরকুণ্ডায় সাইকেলে ঘুরছিল এক মানসিক ভারসাম্য়হীন তরুণী। পুলিশ সূত্রে খবর, ছেলে ধরা সন্দেহে তাঁকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে আহত হন অশোকনগর থানার ৩ পুলিশ কর্মী। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


অন্য়দিকে, এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই গতকাল ব্য়ারাকপুর কমিশনারেটের মোহনপুরে এক যুবককে একইভাবে ছেলেধরা সন্দেহে গণপ্রহার দেওয়া হয়। অভিযুক্ত যুবককে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া রাস্তায় ফেলে কিল, চড়, লাথি মারা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোহনপুর থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আহত যুবককে প্রথমে বারাসাতের বিএন বসু মহকুমা হাসপাতাল ও পরে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এলাকা যথেষ্ঠ থমথমে রয়েছে। পুলিশ পিকেট বসানো হয়েছে।


সম্প্রতি বারাসাতে নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর বাচ্চা চুরির গুজবে মহিলা-সহ ৩ জনকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার অশোকনগর ও মোহনপুরেও ঘটল একই ঘটনা। 


বারাসাতে গুজব। গুজবকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনায় মোট ২২ জনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ তারপরেই জেলাজুড়ে প্রচার চালানো হচ্ছিল যাতে গুজবে কেউ কান না দেন। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে অপ্রচার চলছে। তা রোখার জন্য পুলিশের পক্ষ থেকে পাল্টা প্রচার চালানো হচ্ছে। তা সত্ত্বেও গুজবকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনা অব্যাহত।


বারাসাতে গণপিটুনির ঘটনায় সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গতকালই গ্রেফতার করার হয় আরও একজনকে। মধ্য়মগ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। ধৃত মধ্য়মগ্রামের তেঁতুল তলার বাসিন্দা আবদুল করিমকে এর আগে সতর্ক করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। বালক খুনের ঘটনায় গুজবকে কেন্দ্র করে গণপিটুনির অভিযোগের তিনটি মামলায় এর আগে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতরা জানিয়েছে, বারাসাতের ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়ে তারা বিভ্রান্ত হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।