অযোধ্যা : পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সময় সকলের কাছে তিনি হয়ে উঠেছিলেন সকলের পরিচিত মুখ। কাশীধামের অন্যতম প্রধান পুরোহিত তিনি। ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সময় অভিষেক অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁকে অনুসরণ করে পুজো করেন আরও ১২১ জন পূজারী। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার ১ বছর পূর্ণ হওয়ার আগেই চলে গেলেন সেই ব্যক্তি।
শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্য তিথিতে প্রয়াত হলেন এই প্রবীণ পূজারী । পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পুজোয় মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বে সব বিধি সম্পন্ন হয়। পুজোয় তাঁর পরিবারের অন্য সদস্যরাও অংশ নেন।
পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের পরিবারের সদস্যরা এবিপি লাইভ কে জানান, শনিবার সকালে তাঁর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয় এবং কিছুক্ষণ পরেই তিনি দেহ ত্যাগ করে। ভারতীয় সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি তাঁর গভীর বিশ্বাস ছিল, জানিয়েছে তাঁর শোকসন্তপ্ত পরিবার।
জানুয়ারি মাসে, অযোধ্যা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে প্রধান পুরোহিতের ভূমিকার পাশাপাশি,তিনি কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধনী পুজোতেও নেতৃত্ব দিয়েছিলেন। এই প্রবীণ পুরোহিতের পৌরহিত্যে মধ্যপ্রদেশ, গ্বালিয়র, রাজস্থান এবং দেশের বিভিন্ন প্রান্তের রাজপরিবারের বিভিন্ন পুজো আচ্চা হয়ে থাকে বলে জানা যায়। তাঁর পরিবারের দাবি, ছত্রপতি শিবাজীর রাজ্যাভিষেকের সময়ও ধর্মীয় রীতি সম্পন্ন করেছিলেন দীক্ষিত পরিবারের পূর্বসূরীরাই।
পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত একবার এবিপি লাইভকেই বলেছিলেন, তিনি চান ভগবান রামের আশীর্বাদ প্রত্যেক ভারতীয়ের উপর বর্ষিত হোক। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের মৃত্যু সংবাদ পেয়ে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী মোদিও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।