সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) বিনিময়ে ভোটের হুঁশিয়ারি তৃণমূল (TMC) নেতার! রাজ্যের তৃণমূল সরকারের ঋণ স্বীকারের কথা রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্পে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি।                                                   


উত্তর ২৪ পরগনার কাটিয়াহাটের তৃণমূলের ব্লক সভাপতি প্রকাশ সর্দার মহিলাদের উদ্দেশে বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে রাখতে হবে। সামনে পঞ্চায়েত ভোট, দিদির কথা কিন্তু মনে রাখতেই হবে। বলতে হয় না যেন, আর একটা লোকও যেন বাকি না থাকে"। এদিন মহিলাদের এমনই ফরমান দিলেন তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ সর্দারের। তিনি বলেন, ‘সরকারের সুবিধে নিলে সরকারকেও দেখতে হবে। যদি অন্য দলকে সমর্থন করেন, পরিষেবাও অন্য দল থেকে নিতে হবে’।                                                                 


‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ রাজ্য সরকারের নানা সামাজিক ও উন্নয়মূলক প্রকল্পে নাম নথিভূক্ত করতে চলছে ‘দুয়ারে সরকার’-প্রকল্প। লাইনে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা। সেখানেই তৃণমূলের ব্লক সভাপতি ফরমান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আর, বিতর্কের মুখে ব্যাখ্যা দিতে গিয়ে, সুর আরও চড়া করেছেন তৃণমূলের ব্লক সভাপতি।                                              


আরও পড়ুন, 'ওঁদের পুরনো সম্পর্ক, অনেকেই কালীঘাটে গিয়ে প্রণাম করে আসে', মমতা-শুভেন্দু সাক্ষাৎ প্রসঙ্গে মন্তব্য দিলীপের


তিনি বলেন, "পাবলিককে মনে করিয়ে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবার অনুদান নেবে, অথচ পরিষেবার ক্ষেত্রে যেটা করার দরকার, সেটা করবে না, সেটা কিন্তু চলবে না। সরকারকে রাখার জন্য, সরকারের অনুদান নেবে এবং সরকারের পক্ষে তাঁদের সমর্থন করতে হবে। এটাই আমার শেষ কথা। যেখানে খাবে, সেখানে যাবে, আমাদের কোনও আপত্তি নেই। খাবে একজনের, গা’বে একজনের সেটা কিন্তু আমরা শুনব না।"                                                                    


উত্তর ২৪ পরগনা জেলার ১৯৯টি পঞ্চায়েতের সবকটি বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে। এই অবস্থায়, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ব্লক সভাপতির প্রচ্ছন্ন হুমকি নতুন বিতর্ক তৈরি করল।