সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সাংসদ অর্জুন সিংহের পর পুলিশ নিয়ে বিস্ফোরক দমদম লোকসভার  সাংসদ সৌগত রায় l এদিন কামারহাটিতে একটি অনুষ্ঠানে এসে বলেন, 'আগের থেকে পুলিশের প্রয়োজন আজ অনেক বেড়েছে। ক্রাইম অনেক বেড়েছে। খুব সহজে নতুন প্রজন্ম হাতে বোম তুলে.. গুলি চালাচ্ছে। আমরা যারা গুলি চালাতে পারি না, তাদের বাঁচার পুলিশ দরকার', ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় (Sougata Roy)।


ব্যারাকপুরে সোনার দোকানে দুষ্কৃতীদের গুলিকাণ্ডে খুনের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। সাংসদ সৌগত রায় বলেন,'ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইনের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। তিন বছর আগে মনীশ শুক্লা খুন হয়েছিলন। ব্যারাকপুর গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। আমি মনে করি সব পুলিশ কর্মী ভাল নয়। কিছু পুলিশ অফিসার আছে ঘুষ খায়। কাজ করে না। আমি পুলিশের কোনও দালাল নই।'


তিনি আরও বলেন,'আমি কোনও গুন্ডা নিয়ে গাড়িতে চলাফেরা করি না। আমি যদি কাউকে না মারি তাহলে সে কেন আমাকে মারবে। আমি যদি শান্তিতে থাকি, তাহলে কোনও গুন্ডা আমাকে কিছু করতে পারবে না। পুলিশ যদি কোনও ভুল করে তাহলে আমাকে জানান। থানার আইসি কাজ না করলে আমাকে জানান। আমি কমিশনারকে বলবো। কমিশনার যদি কাজ না করে আমাকে জানান। আমি মুখ্যমন্ত্রীকে বলবো। আমি একজন রাজনৈতিক লোক আমি যাকে খুশি অভিযোগ জানাতে পারি।' কামারহাটি থানার এক অনুষ্ঠানে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ সৌগত রায়।


যদিও পরপর বিস্ফোরণ নিয়ে অদ্ভুত তত্ত্ব দেওয়ার পর, ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে নয়া তত্ত্ব দিয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ তথা আশুতোষ কলেজের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক সৌগত রায়। তাঁর বক্তব্য ছিল, 'মিল বন্ধ হলে অনেক লোকের কাজ চলে যায়। তখন সেই ইয়ং ছেলেরা, তাদের তো খরচ-খরচা দরকার, তখন তারা কিছু ক্রাইমের দিকে ধাবিত হয়।'


অপরদিকে, রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণের মাঝেই নয়া ফর্মুলা সৌগত রায়ের (Sougata Roy)। তৃণমূল সাংসদর সৌগত রায়ের বক্তব্য ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে এ সব ক্ষেত্রেও সম্ভবত তেমনই হচ্ছে। যেমন জঙ্গলে আগুন লেগে যায়’। যে প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা ‘এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইট বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে’। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'সৌগত রায় বড় বিজ্ঞানী। তাঁর ৭৫ বছর বয়স। ওনাকে জিজ্ঞাসা করুন, উনি কোনও দিন দেখেছেন, গরমে বোমা ফেটে যায় ?'