উত্তর ২৪ পরগনা: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় ভাটপাড়া (Bhatpara) পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব করা হল। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান, তৃণমূল নেতা (TMC leader) দেবজ্যোতি ঘোষকে তলব। 


ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব


প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষকে তলব করা হল। ১৬ ডিসেম্বর দুপুর ১টায় সশরীরে তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।                                                            


দেবজ্যোতি ঘোষের সশরীরে হাজিরা নিশ্চিত করতে ব্যারাকপুরের সিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে? অভিযোগ, পাসপোর্ট-নথিতে নিজেকে অষ্টম-নবম শ্রেণি পাস বলে দাবি করেছেন দেবজ্যোতি, অথচ তিনি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। প্রাথমিকের শিক্ষক দেবজ্যোতি ঘোষ ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানও। সেখান থেকেও মাসে ১৭ হাজার টাকা পারিশ্রমিক নেওয়ার অভিযোগ এক চাকরিপ্রার্থীর। কী বলছেন দেবজ্যোতি ঘোষ নিজে? 'নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্ক নেই। কোর্ট ডেকেছে, যাব।' প্রতিক্রিয়া তৃণমূল নেতার।                                           


অন্যদিকে, নবম-দশমের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সঙ্গে এবার তদন্তে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নবম-দশমের ওএমআর শিট বিকৃত করার মামলায় এবার ইডিকে পার্টি করার নির্দেশ আদালতের। আজকের মধ্যেই ইডিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।                                                                        


আরও পড়ুন: Recruitment Scam: 'অনেক যোগ্য প্রার্থী রয়েছে, তাই প্যানেল বাতিল করছি না', কেন এমন হুঁশিয়ারি বিচারপতির?  


'নবম-দশমের ভুয়ো সুপারিশপত্র পাওয়া ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি করছেন? ভুয়ো সুপারিশপত্র পাওয়াদের কতজন চাকরিতে?' এসএসসির কাছে জানতে চায় হাইকোর্ট। তার উত্তরে হাইকোর্টের কাছে স্কুল সার্ভিস কমিশন দাবি করে, ৮০ জন চাকরি করছেন, বাকিদের নিয়োগপত্র দেওয়া হলেও যোগ দেননি। বাকি শতাধিক শূন্যপদে অবিলম্বে মেধার ভিত্তিতে চাকরি দিতে কমিশনকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।