সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হাবড়ায় (Habra) রেললাইনের পাশের ঝুপড়িতে বিধ্বংসী আগুন (Fire)। আগুনে ভস্মীভূত রেললাইনের পাশের ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। বনগাঁ-শিয়ালদা (Bongaon-Sealdah) শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ।                                         


রেললাইনের পাশের ঝুপড়িতে অগ্নিকাণ্ড 


হাবড়ার রেললাইনের পাশের ঝুপড়িতে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দাউদাউ আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চলছে। হুড়োহুড়ি পড়ে যায়, ওঠে কান্নার রোল। সর্বস্ব ভস্মীভূত বাসিন্দাদের।                                                                                                                        


বিকেল পাঁচটা নাগাদ আগুন লাগে শিয়ালদা-গড়িয়া শাখার ট্রেনলাইনের একেবারে লাগোয়া বস্তিতে। প্রায় ১৫ থেকে ২০টি ঝুপড়িতে আগুন লেগেছে বলে খবর। একেবারে ঘিঞ্জি ও সঙ্কীর্ণ রাস্তা হওয়ায় দমকলকর্মীদের ইঞ্জিন নিয়ে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে হাবড়া থানার পুলিশও। এই অগ্নিকাণ্ডের ফলে ট্রেন চলাচল এখন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আগুনের লেলিহান শিখা ট্রেনের ওপরের ছাদে লেগে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণেই সতর্কতা স্বরূপ রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা ও বনগাঁ শাখার আপ এবং ডাউন লাইনে, শহরতলির বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অফিস টাইমে হয়রানির শিকার নিত্যযাত্রীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা যাতে আগুনের কাছে না আসে সেই কারণে তৈরি করা হয়েছে ব্যারিকেডও।        


আরও পড়ুন: Bogtui Update: 'CBI আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়', লালন-মৃত্যু তদন্তে CID-কে নির্দেশ হাইকোর্টের


দিন কয়েক আগে গোলপার্কের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে। সকাল ৮টা নাগাদ বাড়ির তিনতলায় আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে। কীভাবে পরিত্যক্ত বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।