ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বিধাননগর : বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডেও (Bidhannagar MC Election 2022) বহিরাগত-অভিযোগ। বুথে বহিরাগতদের অগোচরে ঢোকানোর অভিযোগ করলেন বিজেপি প্রার্থী পিয়ালি বসু।
বিজেপি প্রার্থীর (BJP) অভিযোগ, বিধাননগরের (Bidhannagar) ১৮৫ নম্বর বুথে ৩২ নম্বর ওয়ার্ডে আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলের পিছনের গেট দিয়ে বহিরাগতদের ঢোকানো হচ্ছিল। প্রার্থীর দাবি, তিনি প্রতিবাদ করায় তৃণমূল প্রার্থীর এজেন্টরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। তারপর বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানানোর পর স্কুলের পিছনের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, অগোচরে বহিরাগতরা ঢুকে পড়ছিল বুথে।
অন্যদিকে আবার বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা ছড়াল। ১১ নম্বর বুথে রিজার্ভ ব্যাঙ্কের আবাসন চত্বরে বিজেপি প্রার্থী প্রমিতা সাহার সঙ্গে তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর হাতাহাতি শুরু হয়ে যায় । বুথের ভিতর বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই ঘটনায় রিপোর্ট চাইল কমিশন। রিটার্নিং অফিসারকে জানাতে নির্দেশ। এরপর কেবিকেসি ব্লকেও বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি প্রার্থী।
অন্যদিকে আবার, বিধাননগরেই ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী বালিকা বিদ্যালয়ের বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। সদুত্তর দিতে না পেরে ক্যামেরা দেখেই পালিয়ে যান যুবকরা। বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা।
এক নজরে আজকের হেডলাইনস
--------------------------------------
- বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে বাথরুমে লুকিয়ে ভুয়ো ভোটার। লাইনে দাঁড়িয়ে বাড়ির ঠিকানা বলতে পারছেন না কেউ। কারও নাম মিলছে না ভোটার স্লিপের নামের সঙ্গে।
- আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। পাল্টা অভিযোগ তৃণমূলের। ক্যামেরার সামনে ভোটার স্লিপ নর্দমায় ফেললেন তৃণমূল কর্মী।
- বিধাননগরের ২৮ নম্বর ওয়ার্ডে বৃদ্ধাকে ভোট দিতে সাহায্য বৌমার। পরিচয় জানেন না শাশুড়িই। ৩১ নম্বর ওয়ার্ডে কার্ড হাতে ভোটের লাইনে দাঁড়িয়ে বাবার নাম বলতে হোঁচট।
- বিধাননগর, আসানসোলে ক্যামেরায় ধরা পড়ল ভুয়ো ভোটারের ছবি। সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডে ক্যামেরা দেখে দৌড় ভোটারের। একই ছবি আসানসোলে ৮৪ নম্বর ওয়ার্ডেও।
- শিলিগুড়ির ৬ ও ২৪ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সঙ্গে পুলিশের তুমুল বচসা।
- আজকের মধ্যে নির্দল প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করুন। না হলে কঠিন শাস্তি, কালীঘাটে বিকেলে মমতার ডাকা বৈঠকের আগে হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র।