কলকাতা : ' দেখুন পুরনো দল, নতুন দলের কোনও ব্যাপার নেই। আমি এটুকু বলব, এই লড়াইটা সম্পূর্ণ আলাদা লড়াই ' - বিজেপি সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) এই মন্তব্যই আরও বেশি করে জোরাল করেছে সেই প্রশ্ন অর্জুন কি বিজেপি ছাড়ছেন? এই বিতর্কের মধ্যেই এবার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে লেখা তাঁর চিঠি প্রকাশ্যে আনলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।
১৯ এপ্রিল পীযূষ গোয়েলকে লেখা ওই চিঠিতে বিজেপি সাংসদ (BJP MP) জানান, ' আপনি পাটশিল্পের শ্রমিকদের এই অবস্থা থেকে বের করতে আনতে অপারগ কিনা, তা সাতদিনের মধ্যে জানান। যাতে আমি জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে থাকার ধর্ম পালন করতে পারি। ' পাশাপাশি, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে লেখা চিঠিতে বিজেপি সাংসদ অভিযোগ করেন, এই পরিস্থিতিতে পাটের অতিরিক্ত মূল্য নির্ধারণ করে কেন্দ্র রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে বলে দাবি করে বাংলার পাটশিল্পের সঙ্গে জড়িত শ্রমিক ও কৃষকদের ভুল বোঝাচ্ছে তৃণমূল সরকার। কেন্দ্রকে লেখা চিঠিতে উল্লেখ করেন বিজেপি সাংসদ।
আরও পড়ুন :
তীব্র তাপদাহের মধ্যেই বিদ্যুত্ সঙ্কট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে উত্তর ভারতের রাজ্যগুলি, রাহুলের খোঁচা
আগেই এই ইস্যুতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন অর্জুন সিংহ। সুরাহার খোঁজে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথাও জানিয়েছেন তিনি।
এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তিনি বিজেপি ছাড়তে পারেন? ফিরতে পারেন তৃণমূলে? অর্জুনকে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। এর মাঝেই পাটশিল্প নিয়ে অর্জুন সিংয়ের সাংবাদিক বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'পাটশিল্পের উন্নতি চাইলে কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসেননি মুখ্যমন্ত্রী? তৃণমূল কেন রাস্তায় নামেনি? অর্জুন সিংহ প্রশ্ন তুলেছেন। তার সমাধান করা উচিত। ত্রিপাক্ষিক বৈঠক ডাকা উচিত। '
অন্যদিকে, একই বিষয়ে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪মে জুট কমিশনার অফিসের সামনে পাট শ্রমিকদের পক্ষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বাংলার পাট শিল্পকে ধ্বংস করতে চক্রান্তকারী কেন্দ্রীয় সরকারের দাঁত-নখ প্রতিহত করা হবে।