সমীরণ পাল, শ্যামনগর: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আজ ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। বনধের সমর্থনে শ্যামনগরে বিজেপির রেল অবরোধ করে। বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে থাকে ট্রেন। বেশ কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয় শিয়ালদা মেন লাইনের রেল পরিষেবা।

  


পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধের ডাক দেয়  বিজেপি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। সকাল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তেই সকাল থেকে অশান্তির খবর সামনে আসছে। সপ্তাহের প্রথম কাজের দিন বনধের জেরে জেলায় জেলায় উত্তেজনা। দিকে দিকে পিকেটিং করেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন শ্যামনগরে রেল অবরোধকারী এক বিজেপি কর্মী বলেন, কালকে যেভাবে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, যেভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে, তার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছি আমরা। তাঁদের অভিযোগ গারুলিয়ায় আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। 


বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে মালদার গাজোলে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। মাথা ফাটল এক বিজেপি কর্মীর। আজ সকাল ৮টা নাগাদ বিজেপি কর্মী সমর্থকরা ২৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অভিযোগ, সেই অবরোধ জোর করে তোলার চেষ্টা করেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই নিয়ে দু’পক্ষে বেধে যায় হাতাহাতি। এরপর গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন ঘটনাস্থলে এলে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ বেধে যায় দুপক্ষের।


এদিন যাদবপুরে বনধ সমর্থক বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় গন্ডগোল হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ বিজেপি কর্মীরা এইট বি মোড় অবরোধ করতে গেলে সরিয়ে দেয় পুলিশ।  ফের দ্বিতীয় দফায় পথ অবরোধের চেষ্টা হলে পুলিশ লাঠিচার্জ করে। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। হাজরা মোড়ে বিজেপির দফায় দফায় বিক্ষোভ। প্রথমে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসতে গেলে পুলিশ তাঁদের তুলে দেয়। ফের দ্বিতীয় দফায় রাস্তা অবরোধ করতে যান বিজেপির মহিলা কর্মীরা। পুলিশ তাঁদেরও সরিয়ে দেয়।                                                         
আরও পড়ুন: Burrabazar: বিজেপির মিছিলকে ঘিরে উত্তেজনা বড়বাজারে, দোকান বন্ধ নিয়ে অশান্তি