কলকাতা : আবার হুঙ্কার সৌগতর। ফের নিশানায় বিরোধীরা। সম্প্রতি দুর্নীতির দায়ে একের পর এক তৃণমূল নেতা কেন্দ্রীয় এজেন্সির নজরে। তারপরই বিরোধী শিবির থেকে আসছে লাগাতার আক্রমণ। তৃণমূল নেতাদের কোর্টে নিয়ে যাওয়ার সময়, রাস্তাঘাট থেকে উঠছে "চোর চোর" স্লোগান। এরপর থেকেই বেশ আক্রমণাত্মক সৌগত রায়ও। প্রায়শই বিভিন্ন সভা থেকে হুঙ্কার ছাড়ছেন তিনি।
 
'তাল পড়লে দুঃখ করবেন না' 
আবারও উত্তর ২৪ পরগণার একটি সভা থেকে সৌগত বলেন, ' পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। '



চোর বললে রাগ হয় : দিলীপ 
এরপর উত্তর আসতেও দেরি হয়নি। তীক্ষ্ণ জবাব দিলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, আপনার নেতাদের যখন টিভিতে টাকার বান্ডিল নিতে দেখা যায়, তখন আপনার ছেলেরা রেগে যায় না। খালি আপনাদের চোর বললে রাগ হয়।  মানুষ এ রাগ নামিয়ে দেবে, কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

 কুণাল ঘোষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন : সুজন 
প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, ' কুণাল ঘোষ একসময় বলেছিলেন সারদার সবচেয়ে বড় সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কুণাল ঘোষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন।' 

পাল্টা জবাব শান্তনু সেনের
কাচের ঘরে বসে ঢিল ছোড়া বন্ধ করুন। বিজেপি-সিপিএমকে পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। 

 দমদমের তৃণমূল সাংসদ আরও বলেছেন, 'দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়।  রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কী করবে আমি বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাইকে আমি বলে যাচ্ছি। '  ফের হুমকি সৌগত রায়ের। গতকাল দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জল প্রকল্পের উদ্বোধনে এসে বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি দেন দমদমের তৃণমূল সাংসদ।