সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায় , রাজীব চৌধুরী, উত্তর ২৪ পরগনা :  পশ্চিমবঙ্গে ভোটারদের প্রায় ৪৯ শতাংশ মহিলা। তাই নরেন্দ্র মোদি থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, সবার নজরে মহিলা ভোটব্য়াঙ্ক। রাজ্যে বিধানসভা ভোটের আগে আগেই মহিলাদের মন জয় করতে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের রাজ্য বাজেটে তার ভাতা বৃদ্ধির ঘোষণা হয়। যাঁরা ৫০০ টাকা পেতেন, তাঁরা ১ এপ্রিল থেকে পেতে শুরু করলেন ১০০০ টাকা করে। তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য  ১২০০ টাকা। আর বর্ধিত টাকার অঙ্ক চালু হতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সেই সন্দেশখালিতে, যেখানে তৃণমূলের নির্দিষ্ট কয়েকজন নেতার গ্রেফতারির দাবিতে হাতে লাঠি ধরেছিলেন মহিলারা। 


ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। পয়লা এপ্রিল থেকে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।  লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়তেই প্রতিবাদের সন্দেশখালিতে উড়ল সবুজ আবির। নাচে, গানে মাতলেন সন্দেশখালির মহিলাদের একাংশ। শুধু সন্দেশখালি নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেই দেখা গেল মহিলাদের উল্লাস। লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধির খুশিতে প্ল্যাকার্ড হাতে ব্যারাকপুরে তৃণমূলের নেতৃত্বে মিছিল করলেন মহিলারা। লোকসভা ভোটের আগে এমন বিরাট মিছিল দেখে উল্লসিত ঘাসফুল শিবিরও । তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বললেন, এটা আজকে প্রমাণিত হল বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন। সব মা বোনেদের শুভেচ্ছা আজ থেকে তাঁরা হাজার টাকা করে পাবেন।                     


সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেন, 'আমরা বলছি কাজ দাও। এটা তৃণমূলের টাকা না, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সরকার সেই টাকা দিচ্ছে। তৃণমূলকে হটান কাটমানিও বন্ধ হবে, আপনাদের হাতে কাজ যাবে, আর সঙ্গে এগুলো সব বজায় থাকবে।' 


অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বললেন, ' এটা মানুষের দ্রারিদ্য নিয়ে, অভাব নিয়ে অত্যাচার, ব্ল্যাকমেলিং। কংগ্রেস ঘোষণা করেছে ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারের একজন মহিলা বছরে পাবেন ১ লক্ষ টাকা।'  তবে সব তরজা ছাপিয়ে ভোটের মুখে 'লক্ষ্মী' লাভে খুশিতে ডগমগ মহিলাদের একাংশ ।                


আরও পড়ুন :


'আমাদের ঠকতে দেখেই কি এই ভাবনা ওর?' চোখের কোণে জল 'বোকা হতে চাওয়া' ছেলেটার মায়ের