সমীরণ পাল, গাইঘাটা : ফের গণপিটুনি। বারাসাত, অশোকনগর, বনগাঁর পর এবার গাইঘাটা। ছেলেধরা সন্দেহে উত্তর ২৪ পরগনায় গণপিটুনি চলছেই। এবার গাইঘাটায় ছেলেধরা সন্দেহে এক যুবককে পুলিশের সামনেই গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। পরে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে, বনগাঁর ঠাকুরপল্লিতেও ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। বনগাঁয় সেই গণপিটুনির ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।


গাইঘাটায় ঠিক একইভাবে বাচ্চা চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে। এই ঘটনা বারবার ঘটছে উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে। গতকাল রাতেই বনগাঁ পুলিশ জেলার বনগাঁ থানায় একটি ঘটনা ঘটে। তার ঠিক পরেই, কয়েক ঘণ্টা যেতে না যেতেই গাইঘাটা থানা এলাকায় একইরকম ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, সেখানে এক যুবক এলাকার একটি বাড়িতে ঢুকে যায়। সেখানে এক শিশু ছিল। তাকে চুরি করার চক্রান্ত করছিল। এই গুজবেই তাকে আটকে রাখা হয়। এলাকার লোকজন জড়ো হয়ে যান। সঙ্গে সঙ্গে খবর পেয়ে যায় গাইঘাটা থানার পুলিশ। ওই যুবককে আটকে রাখা হয়েছিল। পুলিশ এসে তাকে নিয়ে যাওয়ার সময় ওই যুবককে গণপ্রহার দেওয়া হয়। কোনওক্রমে পুলিশ তাকে উদ্ধার করে গাইঘাটা থানায় নিয়ে গিয়েছে। 


জানা গেছে, ওই যুবকের বাড়ি বাদুড়িয়া থানা এলাকায়। এই এলাকায় সে ভিক্ষা করার জন্য ঘুরছিল। তখনই তাকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।


তবে পুলিশ জানাচ্ছে, এলাকায় সে এলোমেলোভাবে ঘুরছিল বলেই তাকে ছেলেধরা সন্দেহে আটকে রাখা হয়। তারপর পুলিশ এসে  উদ্ধার করতে গেলে সেখানে উত্তেজনা ছড়ায়। তবে, গণপিটুনির কথা পুলিশ স্বীকার করেনি। 


বনগাঁর ঘটনা-


অন্যদিকে, বনগাঁয় গুজবের শিকার হতে হল ভবঘুরে এক যুবককে। শিশু অপহরণকারী সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল উন্মত্ত জনতার বিরুদ্ধে।


ফের সেই উত্তর ২৪ পরগনা। বারাসাত, অশোকনগর, মোহনপুরের পর... এবার ২৪ ঘণ্টার মধ্যে, বনগাঁ ও গাইঘাটায় গুজবের জেরে গণপিটুনির ঘটনা সামনে এল। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ৮টা নাগাদ, বনগাঁর ঠাকুরপল্লি এলাকায় এক যুবককে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।  ওই যুবক ছেলেধরা বলে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে। অভিযোগ, তারপরই তার ওপর চড়াও হয় স্থানীয়দের একাংশ, করা হয় বেধড়ক মারধর। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বনগাঁ থানার পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।