সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: আমডাঙার জিরাট বাজারে ঘটল দুঃসাহসিক চুরির (Robbery) ঘটনা। ঠিক যেন বিদেশী সিনেমার চিত্রনাট্য। সোনার দোকানের সিসিটিভি ক্যামেরা (CCTV) ভেঙে গলির মুখে রীতিমতো কাপড় টাঙিয়ে আড়াল করে নিয়ে ভয়াবহ চুরি করা হল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার আমডাঙার জিরাট বাজারে। 


এই দুঃসাহসিক চুরির জন্য সিসিটিভি ভাঙার পাশাপাশি কম্পিউটার হার্ড ডিস্ক পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। দুটি দোকান থেকে লক্ষাধিক টাকার সোনা দানা এবং নগদ টাকা নিয়ে পালায় চোরেরা। ঘটনার জেরে আজ সকালে প্রায় দশ মিনিট পথ অবরোধ করেন স্বর্ণ ব্যবসায়ীরা। 


পর্দা লাগিয়ে আড়াল করে রীতিমতো বেশ কয়েক ঘণ্টা ধরে সোনার দোকানে চুরি করা হয়েছে। ব্যবসায়ীদের অনুমান মাস খানেক ধরে রীতিমতো প্ল্যান করে অবশেষে গতকাল রাতে ভয়াবহ চুরি করেছে দলটি। এমনকী সিসিটিভি ভেঙে ফেলার পাশাপাশি চুরি আড়াল করতে সিসিটিভির হার্ড ডিস্ক পর্যন্ত তারা কম্পিউটার থেকে খুলে নিয়ে গেছে। অবিলম্বে চুরির ঘটনার কিনারা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই দাবিতে মিনিট দশেক হাবড়া নৈহাটি রোড অবরোধ করেন তাঁরা। আমডাঙা থানার ওসি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের আশ্বাস দেওয়ার পরে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জিরাটের ব্যবসায়ীদের অভিযোগ কখনও এমন ভয়াবহ চুরি তাদের এলাকায় হয়নি।


আরও পড়ুন: South 24 Paraganas: ঘুমের মধ্যে মোবাইল ফোন ফেটে মৃত্যু রামকৃষ্ণপুর এলাকার গৃহবধূর


দিন দুই আগেই সাংঘাতিক চুরির ঘটনা ঘটে ক্যানিং (Canning) মহকুমা হাসপাতালের কোয়ার্টারে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনার গয়না সহ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর।


স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্যানিং মহকুমা হাসপাতালের (South 24 Parganas) দীর্ঘদিনের কর্তব্যকরত নার্স রেজিনা খাতুন। দীর্ঘ ৬ বছর ধরে ক্যানিং মহকুমা হাসপাতালের কোয়ার্টারেই থাকেন তিনি। আর পাঁচটা সাধারণ দিনের মতো শনিবার বিকেল নাগাদ কোয়ার্টারে ফিরে দেখেন, তাঁর আবাসনের দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকতেই চমকে ওঠেন রেজিনা খাতুন। সূত্রের খবর, শনিবার বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ তিনি কোয়ার্টারে ফিরে দেখেন দুটি আলমারি ভেঙে লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রযোজনীয় নথি, সোনার গয়না, দামি ঘড়ি, শাড়ি সমস্ত কিছু আলমারি ভেঙে চুরি করে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খোয়া যাওয়া জিনিসপত্রের তালিকায় ছিল পঁচিশ হাজার টাকা দামি শাড়ি এবং দামি ঘড়িও রয়েছে। সবমিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে এই চুরির ঘটনায়।