উত্তর ২৪ পরগনা: টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পরে এবার খড়দায় যকের ধন। এবার খড়দায় টাকার পাহাড়, ফ্যাটে মিলল প্রায় ৩২ লক্ষ টাকা। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের অভিযান, প্রায় ৩২ লক্ষের হদিশ । শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কমিশনের টাকা বলে প্রাথমিক অনুমান পুলিশের।


শিবপুরে মিলল টাকার পাহাড়


বক্স খাটে চাদর-বালিশের বদলে থাকত নোটের বাণ্ডিল। থরে থরে সাজানো ৫০০, ২ হাজারের নোট। শিবপুর মন্দিরতলার কৈপুকুরে ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের ফ্ল্যাটের ৩টি ঘরেই মিলেছে কাঁড়ি কাঁড়ি টাকা। ৩টে ঘরে ৩টে বক্স খাট। সেখানেই মিলেছে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে যখন এই ফ্ল্যাটে হানা দেন তদন্তকারীরা, তখন বাইরে কোলাপসিবল গেটে তালা লাগানো থাকলেও, ঘরের দরজা শুধুমাত্র ভেজানো ছিল।


কোথাও খাটের নীচে লুকিয়ে রাখা ছিল ১৭ কোটির বেশি! কোথাও মাছ ব্যবসায়ীর বাড়িতে মিলেছে কোটির বেশি! ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের সাদামাটে এই দোতলা বাড়ির খাটের নীচ থেকে উদ্ধার হয় ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। এই ঘটনার কয়েকদিন আগে মালদার গাজোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেয় CID। উদ্ধার হয় ১ কোটি ৩৯ লক্ষেরও বেশি টাকা! গত দোসরা সেপ্টেম্বর, উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির বাড়ি ও রিসর্টে হানা দেয় CBI। উদ্ধার হয়, নগদ ৮০ লক্ষ টাকা! এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


কী জানা গেল? 


গত কাল শিবপুরের মন্দিরতলায় টাকার পাহাড়ের হদিশ মিলেছিল। নগদে ৮ কোটি ১৫ লক্ষ ছাড়াও দুটি ফ্রিজ করা অ্যাকাউন্টে আরও ২০ কোটি টাকা পাওয়া যায় বলে খবর। শিবপুরের অভিজাত আবাসন ক্লাব টাউন রিভারডেলে ব্যবসায়ী ও পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের গাড়ি থেকে নগদ ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল।


রাতে মন্দিরতলায় ব্যবসায়ীর আরও একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ৫ কোটি ৯৫ লক্ষ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। বক্স খাটের মধ্যে লুকিয়ে রাখা আটটি ব্যাগের মধ্যে ছিল টাকা। উদ্ধার প্রচুর সোনার গয়না। রহস্যজনক লেনদেন নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের করা অভিযোগের ভিত্তিতে গতকাল এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। সপরিবারে পলাতক ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে।