সমীরণ পাল, হালিশহর: একই ওয়ার্ডে ফের দুঃসাহসিক চুরি দুই বাড়িতে আরও দুই বাড়িতে তালা ভেঙে পালাল চোর। এবার হালিশহর (halisahar) লক্ষীনারায়ণ কলোনি ১৩ নম্বর ওয়ার্ডে সন্তু রায় ও মৃত রতন বিশ্বাস পরপর দুই বাড়িতে তালা ভেঙে বাড়িতে কেউ না থাকায় সোনা গয়না (gold) টিভি নগদ বেশ কিছু টাকা-পয়সা নিয়ে চম্পট দিল চোর। পাশাপাশি নেপাল দে সহ আরও এক বাড়িতে তালা ভেঙে চুরির চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পালায় চোর। ঘটনার পরে রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর (bijpur) থানার পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।


এদিকে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। প্রেমিকের দোকানে হাজির হয়ে বিয়ে করার দাবিতে সরব প্রেমিকা। পুলিশের (police) সামনে প্রেমিকের স্ত্রীর সঙ্গে চুলোচুলি প্রেমিকার। চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের দুর্গাপুর (durgapur) সিটি সেন্টারে। ২ মহিলাকেই আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।


প্রেমিক কথা রাখেনি! যাঁর কথায় স্বামীকে ছেড়েছেন, সহবাস করেও বিয়ে করেননি তিনি। এইসব অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুর সিটি সেন্টারে শোরগোল। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধেয় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে একটি সাইকেলের দোকানে।


দোকানের মালিক বেনাচিতির বাসিন্দা এক ব্যক্তি। স্থানীয় মলের কর্মী এক মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেছেন ওই ব্যক্তি। এমনকী, মহিলার দাবি, প্রেমিকের কথায় স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদও করেছেন। তারপরই বেঁকে বসেছেন প্রেমিক। বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তির সাইকেলের দোকানে হাজির হন প্রেমিকা। বিয়ে করতে হবে এই দাবিতে, শুরু করেন চেঁচামেচি। 



 


ছুটে আসে পুলিশ। জড়ো হয়ে যায় লোকজন। এরই মধ্যে খবর পেয়ে দোকানে আসেন অভিযুক্ত ব্যক্তির স্ত্রী। বেধে যায় ধুন্ধুমার। পুলিসের সামনেই শুরু হয়ে যায় চুলোচুলি। পুলিশ ২ মহিলাকেই আটক করে থানায় নিয়ে যায়। দুর্গাপুর মহিলা থানা সূত্রে খবর, কোনও পক্ষ কোনও অভিযোগ দায়ের না করায়, পরে দুই মহিলাকেই ছেড়ে দেওয়া হয়।