উত্তর ২৪ পরগনা: ফের আক্রান্ত পুলিশ, এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) শ্যামনগরে। অটো রাখা নিয়ে বচসার জেরে পুলিশকে মারধরের অভিযোগ। শ্যামনগর স্টেশন (Shamnagar Station) সংলগ্ন রাস্তায় অটো পার্কিং নিষিদ্ধ। নিষেধাজ্ঞা উড়িয়ে অটো রাখতে গেলে বাধা দেয় পুলিশ। ১ এএসআই, ২ সিভিক ভলান্টিয়ার সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ । কয়েকজন অটোচালককে আটক করেছে পুলিশ (Police)। 


উত্তর ২৪ পরগনার শ্যামনগরে অটো চালকদের দাদাগিরি। বেআইনি পার্কিংয়ে বাধা দেওয়ায়, আক্রান্ত পুলিশ। আহত হন এক ASI ও ৩ সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় ৭ জন অটো চালককে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক বলছেন, যা পারো করে নাও। আরেকদিকে, পুলিশ বলছে, বেআইনি কাজে বাধা দিলে তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। বেআইনি কাজ রুখতে গিয়ে আক্রান্ত আইনের রক্ষকরা।


বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে অটো চালকদের সঙ্গে পুলিশের বচসা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। রাস্তা সরু হওয়ায়, শ্যামনগর স্টেশন লাগোয়া ঘোষপাড়া রোডে অটো দাঁড় করানো নিষেধ। পুলিশের দাবি, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে যাত্রী তোলার জন্য যেখানে-সেখানে অটো দাঁড় করাচ্ছেন চালকরা। এই নিয়ে রোজ ঝামেলা হয়। এদিন সিভিক ভলান্টিয়াররা বেআইনি পার্কিং আটকাতে যাওয়ায়, বচসা বাধে। অভিযোগ, তাঁদের ওপর চড়াও হন অটো চালকরা (Auto Drivers)।


জগদ্দল থানার আক্রান্ত এএসআই সমর চক্রবর্তী বলেছেন, 'আমি এসে দেখলাম সিভিকদের মারছে। পাবলিক থামাতে গেছে, এই নিয়ে মারামারি। সিভিকদের গায়ে হাত দিয়েছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। '


অটো চালকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছে পুলিশ। পাল্টা পুলিশের ঘাড়েই দায় চাপিয়েছে তৃণমূলের (TMC) অটো ইউনিয়ন অটো চালকদের সঙ্গে পুলিশের বচসা নিয়ে সরব হয়েছে বিজেপি। এর জন্য তৃণমূল সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছে তারা।


আরও পড়ুন- শুভেন্দুর সভায় পুলিশি অনুমতি না মেলার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি


শ্যামনগরের ঘটনায় ৭ জন অটো চালককে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।                                     


 আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?