সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জাতীয় ফুল পদ্মকে অবমাননা বিধায়ক মদন মিত্রর। আর তারই প্রতিবাদে রহড়া থানায় অভিযোগ দায়ের। প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি মদন মিত্র বেলঘরিয়ায় এক পুষ্পপ্রদর্শনী মেলায় গিয়ে জাতীয় ফুল পদ্ম কে ছিড়ে তিনি পদ্মকে বয়কট করার ঘোষণা করেন। আজ সেই ঘটনারই প্রতিবাদ জানাতে বিজেপি কলকাতা উত্তর শহরতলী জেলার মাইনরিটি মোর্চা সভাপতি শেখ রমজান আলি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী রহড়া থানায় এসে কামারহাটি বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। তিনি থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে সৌজন্যমূলক ভাবে পদ্মফুল দিতে গেলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। এরপর তিনি থানা থেকে বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে সেই পদ্মফুল বিতরণ করেন,  এবং সাধারণ মানুষ পদ্মফুল গ্রহণ করেন। রমজান আলি বলেন সমাজের এক নাগরিক হিসাবে জাতীয় ফুল পদ্ম ফুলকে অবমাননা করার প্রতিবাদে তিনি মদন মিত্রের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।


নেটমাধ্যমে অনুরাগীদের কখনও নিরাশ করেন না তিনি। কখন কোথায় যাচ্ছেন, কী করছে, ভিডিয়ো আপলোড করে তা জানাতে থাকেন সর্ব ক্ষণ। শুক্রবারও তার অন্যথা হয়নি। একটি অনুষ্ঠান থেকে ভিডিয়ো আপলোড করেছিলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কিন্ত তার পরই জানা গেল পথ দুর্ঘটনায় আহত হয়েছেন জোড়াফুলের ‘রঙিন ছেলে’ মদন। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। 


গতকাল মোটরসাইকেল চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মদন। সেই সময়ই পথ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান। সমর্থকরা তড়িঘড়ি উদ্ধার করেন তাঁকে। চেয়ারে বসিয়ে সেবা-শূশ্রূষা করা হয়। এবিপি আনন্দের ক্যামেরায় আহত অবস্থায় চেয়ারে থাকতে দেখা গিয়েছে। হাঁটুর কাছে ব্যান্ডেজ করা হয়েছে তাঁর। 


আরো পড়ুন: লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, জখম আরও ১