সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কদম্বগাছি (Kadambagachi) এলাকায় আমবাগান (Ambagan) থেকে মহিলা মৃতদেহ উদ্ধার (Dead body Recover) ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। মৃত মহিলার পরিচয় যদিও এখনও জানা যায়নি। এদিকে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল পুলিশবাহিনী এসে সেই মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যায় কদম্বগাছি ফাঁড়ির ও দত্তপুকুর থানার পুলিশ। 


কখন ঘটেছে ঘটনাটি?


সূত্র মারফৎ খোঁজ নিয়ে জানা গিয়েছে যে, এদিন সকালে আনুমানিক ৭টার সময় সেই এলাকা দিয়ে স্থানীয় এক বাসিন্দা কাজে যাচ্ছিলেন। সেই সময়ই তিনি সেই অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই সেই ব্যক্তি এলাকার বাকি পরিচিত ও স্থানীয়দের ডেকে আনেন। তৎক্ষনাৎ খবর পৌঁছোয় দত্তপুকুর থানায়। এরপরই এলাকায় আসেন কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। স্থানীয়রা জানায় মহিলার গলায় ওড়নার ফাঁস দেওয়া ছিল। পুলিশ অনুমান করছে যে হয়ত সেই মহিলাকে মেরে তারপর এভাবে ফেলে চলে গিয়েছেন কেউ। পুলিশ এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় বারাসাত হাসপাতালে। মহিলা স্থানীয় না কি বাইরের এলাকার বাসিন্দা তা এখনই বলা যাচ্ছে না। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। 


পুকুরে মা-মেয়ের মৃতদেহ


কিছুদিন আগেই দক্ষিণ দিনাজপুরে একটি ঘটনা এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছিল। সেখানে দেখা যাচ্ছিল যে পুকুরে ভাসছে মা ও ২ সন্তানের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল দক্ষিণ দিনাজপুরর বংশীহারী ব্লকের সমষপুর এলাকায়। প্রতিবেশী সূত্রে খবর, মহিলার স্বামী পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। ভিনরাজ্যে থাকেন। ঘটনার আগের দিন রাতে মা ও ২ ছেলেকে তাঁরা শেষবারের মতো দেখা গেছিল। ঘটনার দিন সকালে পুকুর থেকে উদ্ধার হয় মা ও দুই শিশুপুত্রের মৃতদেহ। একজনের বয়স ২, একজনের ৩। মৃত্যুর কারণ নিয়ে পরতে পরতে রয়েছে ধোঁয়াশা। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল বংশীহারী থানার পুলিশ।  


আরও পড়ুন: তৃণমূলের ভয় দেখানোর সময় শেষ, এবার কথা বলবে ইডি, আদালত: দিলীপ