উত্তর ২৪ পরগনা: কাঁকিনাড়ায় বোমা ফেটে ৭ বছরের শিশু মৃত্যু ও ১০ বছরের বালকের গুরুতর জখম হওয়ার ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ। গতকাল সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয় নিখিল পাসোয়ানের। তার সঙ্গীর হাত উড়ে যায়। ওই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার খুনের মামলা রুজু করল ভাটপাড়া থানার পুলিশ। ২৪ ঘণ্টা কেটে গেলেও দুষ্কৃতীরা অধরা ।
গতকাল উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু। জখম হয়েছে ১০ বছরের এক বালক। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
প্রথমে উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। যাচ্ছে বম্ব ডিসপোজাল স্কোয়াডও। দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমা মজুত করেছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এর খানিক্ষণ পর উদ্ধার হয় আরও একটি বোমা, ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। মাটি খুঁড়ে মজুত বোমার তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু। গুরুতর জখম ১০ বছরের এক বালক। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড। মজুত বোমা ফেটেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের।
রাজ্যে একাধিকবার বোমবাজি হোক, কিংবা বোমা উদ্ধার, মর্মান্তিক ঘটনাক সাক্ষী থেকেছে বাংলা। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আগেও দুর্ঘটনা ঘটেছে। উঠেছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন। অগাস্ট মাসে আমতা চন্দ্রপুর এলাকা থেকে ১৫ থেকে ২০ টি তাজা বোমা উদ্ধার করে আমতা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আমতার চন্দ্রপুর গ্রামে ঝোপের মধ্যে দুটি প্লাস্টিকের ড্যামের মধ্যে রাখা ছিল এই বোমাগুলি। গোপন সুত্রে খবর পেয়ে আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমগুলি উদ্ধার করে। খবর দেওয়া হয় সিআইডি-র বোম স্কোয়াডকে। চন্দ্রপুরের একটি ফাঁকা মাঠের মধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি-র বোম স্কোয়াড।