সমীরণ পাল, নৈহাটি, উত্তর ২৪ পরগনা: রক্ষকই শেষ পর্যন্ত ভক্ষক? ডাকাতির (robbery) অভিযোগে গ্রেফতার এক পুলিশকর্মী। নৈহাটি (Naihati) থানার পুলিশের হাতে গ্রেফতার বিধাননগর পুলিশ কমিশনারেটের এক পুলিশকর্মী।


গ্রেফতার কে?
ডাকাতির অভিযোগে পুলিশের হাতেই গ্রেফতার এক পুলিশকর্মী। বিধান নগর কমিশনারেটে (bidhannagar commissionerate) কর্মরত ওই এএসআই-এর নাম নির্ভয় কুমার পান্ডে। এমন অভিযোগে এক পুলিশকর্মী গ্রেফতার হওয়ায় চোখ কপালে সাধারণ নাগরিকদের। 


কী অভিযোগ?
অভিযোগ এক ব্যবসায়ীকে কম পয়সায় গম পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। সেই কারণে তাঁর সঙ্গে যোগাযোগ করে দুষ্কৃতীরা। বারবার ফোন করে তাঁকে বলা হয় নৈহাটি কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর কোনও এক জায়গায় দাঁড়াতে। পরে ফের ফোন করে তাঁকে নির্দেশ দেওয়া হয় ওই এলাকায় একটি ব্লাইন্ড স্কুলের সামনে দাঁড়ানোর জন্য। বারবার ফোন করে তাঁকে বিভ্রান্তও করা হচ্ছিল বলে অভিযোগ। তিনি দাঁড়ানোর একটু পরেই তাঁর সামনে এসে হাজির হয় একটি গাড়ি। সেখান থেকে দুই ব্যক্তি নেমে আসেন। ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, তখন ওই দুই ব্যক্তি তাঁকে বলেন যে তিনি অসৎ উপায়ে ব্যবসা করছেন। সেই সময় অভিযুক্তরা নানাভাবে ওই ব্যবসায়ীকে হেনস্থা করছিলেন বলে অভিযোগ। সেই ঘটনা ঘিরে কোনওরকম কথা কাটাকাটি হয়। ওই ঘটনা দেখতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা এসে অভিযুক্ত দুজনকে ধরে ফেলেন। তারপরেই খবর যায় নৈহাটি পুলিশের কাছে। ওই দুই অভিযুক্তকে নৈহাটি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 


পুলিশকর্মীর যোগ:
ওই দুই অভিযুক্তকে জেরা করেছে নৈহাটি থানার পুলিশ। জেরায় অভিযুক্তরা জানিয়েছে তাদের সঙ্গে ছিলেন বিধান নগর কমিশনারেটের এএসআই নির্ভয় কুমার পান্ডে। সেই অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ। এই চক্রে কীভাবে জড়িত ওই পুলিশকর্মী? তা খোঁজ করছে নৈহাটি থানার পুলিশ।


আরও পড়ুন: অনুষ্ঠান ঘিরে শিক্ষিকাদের তরজা, অসুস্থ প্রধান শিক্ষিকা