নিমতা (উত্তর ২৪ পরগনা): উত্তর ২৪ পরগনার (North Dinajpur) নিমতায় কালী মন্দিরে (Kali Temple) লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ। সিসি ক্যামেরায় ধরা পড়েছে মন্দিরের তালা খোলার ছবি। ওই ফুটেজে দেখা যায়, গতকাল রাত ২টো নাগাদ পিঠে ব্যাগ নিয়ে এক যুবক কালী মন্দিরের গেটের তালা খুলছে। অভিযোগ, ভিতরে ঢুকে ভেঙে দেওয়া হয় মন্দিরের ৩টি সিসি ক্যামেরা। বিগ্রহের সোনার গয়না ও মন্দিরের রুপোর বাসন-সহ কয়েকলক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।
হাওড়য় চুরি: চোরেদের উপদ্রবে নাভিশ্বাস উঠেছে বিদ্যালয়ের। ঘটনাটি ঘটে হাওড়ার আন্দুলের উত্তর মৌড়ি কেশবচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। একের পর এক চুরির ঘটনায় শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া এবং অভিভাবকরা চরম আতঙ্কে রয়েছেন। এর প্রতিবাদে অভিভাবকরা আজ দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপর প্রশাসনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Bengal SSC scam: 'খালি খাতাতেও চাকরি', কত টাকা ? SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় বিস্ফোরক ভাইরাল অডিও!
নিরাপত্তার দাবিতে বিক্ষোভ: আন্দুলের উত্তর মৌড়ি কেশবচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরে চুরির উপদ্রব বেড়েছে। রাতের অন্ধকারে চোরেরা স্কুলের দরজা এবং জানলা ভেঙে মিড ডে মিল রান্নার বাসনপত্র, চাল, ডাল, তেল ,মসলা, বিদ্যালয়ের পাখা, আলো এবং বইপত্র চুরি করে চম্পট দেয়। পরিস্থিতি এতটাই খারাপ যে বিদ্যালয়ের রাঁধুনির বাড়িতে রান্নার জিনিসপত্র এবং গ্যাস সিলিন্ডার প্রতিদিন রান্নার পর রাখার ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকবার স্কুল কর্তৃপক্ষ ডোমজুড় থানায় জানালেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। গত ২০ মে রাতে ফের চোরেরা স্কুলের ক্লাস রুমের দরজা ভেঙ্গে যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম এবং মিড ডে মিলের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ পুলিশের কাছে জানালেও কাজের কাজ কিছু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের অভিবাবকরা। সোমবার সকালে চোরেদের ধরার দাবিতে স্থানীয় মহিয়াড়ি রোড অবরোধ করে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা।