সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিপদে আপদে যত্রতত্র উদ্ধারকারীর ভূমিকায় দেখা যায় তাদেরই। সেই দমকল বাহিনীর গাড়ির (Fire Brigade Engine) ধাক্কাতেই এ বার প্রাণ গেল এক মহিলার। দমকলের গাড়ির গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যশোর রোড এলাকায়।
ভয়াবহ দুর্ঘটনা হাবরায়
উত্তর ২৪ পরগনা (North 24 Parganas News) জেলার হাবরা (Habra News) থানার অন্তর্গত যশোর রোডের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্কুটিতে চেপে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় হাবরা থেকে বনগাঁ যাচ্ছিল দমকল বাহিনীর ওই গাড়ি। চোংদা মোড়ের কাছে স্কুটিটিকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি বাধে বলে অভিযোগ স্থানীয়দের।
প্রত্যদর্শীরা জানিয়েছেন, ওভারটেক করার সময় স্কুটিটিকে ধাক্কা মারে দমকলের গাড়িটি। তাতে ওই মহিলা রাস্তায় ছিটকে পড়েন। আর তাঁর উপর চেপে বসে দমকলের গাড়ির পিছনের চাকাটি (Accident)। তাতে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয় (Death)।
আরও পড়ুন: Murshidabad News: অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার, পাশে পড়ে কাটা মুণ্ডু
মৃত মহিলাকে রাখি দাস হালদার নামে শনাক্ত করা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাবরা থানার পুলিশ। সেখানে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্মীরা। কোনও রকমে মৃতদেহটি উদ্ধার করে হাবরা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বাড়ি গাইঘাটার শিমুলিয়া এলাকায়। স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। হাবরা বাজারে যাচ্ছিলেন। সেই সময় হাবরা তেকে বনগাঁ অভিমুখে ছুটে চলা দমকল বাহিনীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
দমকলের গাড়ির নীচে মহিলা
এ দিকে, মঙ্গলবারই মুর্শিদাবাদে পাটের জমি থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় ব্য়ক্তির মৃতদেহ (Dead Body)। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। গলাকাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) নওদা থানার ডাকাতিপোতা মাঠে।