সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ডান ওভারির (Ovary) বদলে বাঁ ওভারিতে (Ovary) অস্ত্রোপচারের অভিযোগ। ভুল অস্ত্রোপচারে ক্ষতিগ্রস্ত কিডনি বাদ দিতে হয়, এমনই চাঞ্চল্যকর অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গাইঘাটার (Gaighata) দম্পতি। অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক।
ডান ওভারির বদলে বাঁ ওভারিতে অস্ত্রোপচার। অভিযোগ, ভুল অস্ত্রোপচারে ক্ষতিগ্রস্ত হয় কিডনির (Kidney Oparation) একাংশ। শেষমেশ জীবন সংশয় তৈরি হওয়ায় বাদ দিতে হয় বাঁ কিডনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গাইঘাটার দম্পতি।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। চড়ুইগাছির বাসিন্দা বছর ৩৪-এর অনিতা রায়ের দাবি, বারাসতের (Barasat) সেবায়ন নার্সিংহোমে ডান ওভারিতে সিস্ট অস্ত্রোপচারের জন্য ভর্তি হন তিনি। অপারেশনের পর শরীরে একাধিক সমস্যা শুরু হয়। সমস্যা বাড়তে থাকায় চেন্নাইয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, ডান নয় বাঁ দিকের ওভারিতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। অস্ত্রোপচারের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁ কিডনি। এরপর বাদ দিতে হয় তাঁর বাঁ দিকের কিডনিটি।
উত্তর ২৪ পরগনা গাইঘাটার অভিযোগকারিণী অনিতা রায়ের কথায়, ডানদিকের ওভারিতে সিস্ট, বাঁদিকে অপারেশন, চেন্নাই গিয়ে জানতে পারে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁ দিকের কিডনি বাদ দিতে হয়েছে। ক্ষতিপূরণ চেয়ে, নার্সিংহোম বন্ধের দাবি করেছে পরিবার। যদিও যাবতীয় অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক।
বারাসত সেবায়ন নার্সিংহোমের অভিযুক্ত চিকিৎসক নিহারেন্দ্রভূষণ কাঞ্জিলালের সাফাই, একদম মিথ্যে কথা, ওনার যা সমস্যা হয়েছে সেই অস্ত্রোপচরই হয়েছে। গাফিলতির অভিযোগে ৮ লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি নার্সিংহোম বন্ধেরও দাবি জানিয়েছেন দম্পতি।